Weather Update News: আগাম ঢুকে গিয়েছে বর্ষা, গরমের থেকে রেহাই মিলবে আর মাত্র কয়েকটা দিন বাদেই!

Rain Forecast: কবে থেকে বৃষ্টি কলকাতায়?

কবে থেকে বৃষ্টি কলকাতায়?

1/10
বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশে সামান্য মেঘ থাকলেও যথেষ্ট গরম রয়েছে। গত কয়েকদিন বৃষ্টি হয়নি। শেষ বার, সোমবার কলকাতা সহ জেলায় ঝড়বৃষ্টি হলেও পরেরদিন থেকে জাঁকিয়ে গরম পড়েছে ফের। আগামী ৪৮ ঘণ্টা কেমন থাকবে জেলা ও কলকাতার আবহাওয়া? বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি? জেনে নেওয়া যাক এক নজরে।
2/10
সোমবার বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরেই বেশ অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে। আজ, বৃহস্পতিবার ও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে বীরভূম,পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।
3/10
দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলাতেই গরম এবং অস্বস্তির সঙ্গে আংশিক মেঘলা আকাশ ও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র বীরভূমের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে স্বস্তির খবর একটাই যে, আজ থেকে কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
4/10
বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। কিছু কিছু জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
5/10
আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর সতর্কতা বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রপাত ও শিলাবৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বীরভূম জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া।
6/10
অন্যদিকে, স্বস্তির খবর উত্তরবঙ্গের জন্য। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
7/10
বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে চার জেলাতে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে।
8/10
আগাম বর্ষা ঢুকে গিয়েছে নিকোবর দ্বীপপুঞ্জে। ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। নির্ধারিত দিনের পাঁচদিন আগেই মৌসুমী বায়ু নিকোবরে। গতকাল ১৩ মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামানসাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়ল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। পরিস্থিতি অনুকূল আগামী তিন চার দিনের মধ্যে মৌসুমী বায়ু নতুন করে মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঢুকে পড়বে।
9/10
আন্দামান দ্বীপপুঞ্জের বাকি অংশ কভার করবে মৌসুমি বায়ু। উত্তরপূর্ব আসাম কঙ্কন এবং গুজরাটে সক্রিয় ঘূর্ণাবর্ত। আন্দামান সাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত। উত্তরাখণ্ডে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে বিহার এবং উত্তরবঙ্গের উপরে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন তামিলনাডু উপকূলে রয়েছে সক্রিয় আরো একটি ঘূর্ণাবর্ত । পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে। নিম্নচাপ অক্ষরেখার দাপট। উত্তরবঙ্গ ও সিকিম থেকে অক্ষরেখা দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত যেটি দক্ষিণ ছত্রিশগড়ের উপর দিয়ে রয়েছে।
10/10
কলকাতায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম ও বাড়বে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া চরমে উঠবে। সকালের দিকটা পরিষ্কার আকাশ থাকবে। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। শুষ্ক আবহাওয়ায়। বিকেলে বা রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৮ থেকে ৮৫ শতাংশ।
Sponsored Links by Taboola