Richest South Indian Actors: কেউ ৩ হাজার কোটি, কেউ ২৮০০ কোটি টাকা, এত পরিমাণ সম্পত্তির মালিক দক্ষিণী সিনেমার এই তারকারা
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র তারকাদের জনপ্রিয়তার কথা সবাই জানেন। জনপ্রিয়তার পাশাপাশি অনেক দক্ষিণী তারকা বহু কোটি টাকার মালিকও। আর ১০০ বা ২০০ কোটি নয়, তাঁদের সম্পত্তির পরিমাণ হাজার কোটি টাকার বেশি। মাঝেমধ্যেই সিনেমা থেকে আয় ও বক্সঅফিস থেকে রোজগার নিয়ে আলোচনা শোনা যায়। এখন দেখে নেওয়া যাক, দক্ষিণের কয়েকজন সুপারস্টারের সম্পত্তির পরিমাণ সম্পর্কে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনাগার্জুন: দক্ষিণী সুপারস্টার নাগার্জুন হিট সিনেমাই নয়, তাঁর বিলাসবহুল জীবনযাপনের জন্যও পরিচিত। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নাগার্জুনের সম্পত্তির পরিমাণ ৩ হাজার কোটি টাকার বেশি। অভিনেতার হায়দরাবাদেই ব্লু ক্রস নামে একটি এনজিও রয়েছে। ভাই আক্কিনেনি ভেঙ্কট রত্নমের সঙ্গে তাঁর একটি প্রোডাকশন হাউসও রয়েছে। যার নাম অন্নপূর্ণা স্টুডিও।
জুনিয়র এনটিআর: দক্ষিণী সিনেমার মহাতারকাদের মধ্যে অন্যতম জুনিয়র এনটিআর। জুনিয়র এনটিআর অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এনটি রামারাওয়ের ছেলে। জুনিয়র এনটিআর তাঁর অভিনয় দক্ষতার জন্য পরিচিত। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, জুনিয়র এনটিআরের এক হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে।
রাম চরণ তেজা: রাম চরণ তেজা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির হায়েস্ট পেড অভিনেতাদের তালিকায় রয়েছেন। রোজগার তো বটেই দুরন্ত অভিনয় ও জনপ্রিয় সিনেমার জন্য তাঁর খ্যাতি। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাম চরণের সম্পত্তির পরিমাণ প্রায় ২৮০০ কোটি টাকা। তিনি নিজেই একটি প্রোডাকশন হাউস পরিচালনা করেন। এর নাম কোনিডেলা প্রোডাকশন কোম্পানি। সেই সঙ্গে রাম চরণ এক পোলো টিম ও ট্রু জেট নামে এক এয়ারলাইন ব্যবসাও পরিচালনা করেন।
চিরঞ্জীবী:দক্ষিণী সিনেমার একটা বড় নাম চিরঞ্জীবী। শুধু সিনেমা নয়, রাজনীতিতেও দক্ষতা দেখিয়েছেন তিনি। প্রায় দেড়শোর বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তিনি দেড় হাজার কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক বলে খবর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -