Mouni Roy:স্যুইমস্যুট থেকে ডিপ নেক শর্ট ড্রেস! আবু ধাবিতে দুরন্ত সাজে মৌনী
Entertainment:২০২২ শেষ, আর কিছুক্ষণের মধ্য়েই শুরু হবে নতুন বছর। গ্ল্য়ামারাস সাজে নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি মৌনী রায়। এই মুহূর্তে আবু ধাবিতে রয়েছেন তিনি।
স্যুইমস্যুট থেকে ডিপ নেক শর্ট ড্রেস! আবু ধাবিতে দুরন্ত সাজে মৌনী
1/8
২০২২ শেষ, আর কিছুক্ষণের মধ্য়েই শুরু হবে নতুন বছর। গ্ল্য়ামারাস সাজে নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি মৌনী রায়।
2/8
এই মুহূর্তে আবু ধাবিতে রয়েছেন তিনি। বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন, সঙ্গে অবশ্যই স্বামী সুরজ নাম্বিয়ার।
3/8
গত কয়েক দিন ধরেই তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল উপচে পড়ছে একের পর এক গ্ল্যামারাস ছবিতে।
4/8
কখনও অরেঞ্জ, ডিপ নেক শর্ট ড্রেস, কখনও আবার ঝলমলে সবুজ সুইমস্যুট। একের পর এক সাজে চোখধাঁধানো ছবি দিচ্ছেন 'ব্রহ্মাস্ত্র'-র অভিনেত্রী।
5/8
মাঝখানে বন্ধু অনিশা গৌরব ভার্মা এবং শিবানী মালিক সিংহের সঙ্গেও ছবি দিয়েছেন মৌনী। নিরিবিলিতে তিন জন রোদ পোহাচ্ছেন।
6/8
উঠে এসেছে দুবাইয়ের চোখধাঁধানোর হোটেলের ছবিও। সেখানে অবশ্য সম্পূর্ণ অন্য মেজাজে দেখা গিয়েছে বঙ্গতনয়াকে।
7/8
ক্রিসমাস থেকে নববর্ষ, ছুটির নিখুঁত প্ল্যান করেছেন অভিনেত্রী। তারই কয়েক মুহূর্তের ঝলক তুলে দিচ্ছেন ভক্তদের জন্য।
8/8
সবকটি ছবিতেই 'বহু' লাইক, কমেন্টের বন্যা। ছোটপর্দা থেকে বড়পর্দা, সবেতেই মন কেড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও যে তাঁর ভক্তকূল ছোট নয়, তা ফের স্পষ্ট বর্ষশেষে। (ছবি: Mouni Roy Instagram)
Published at : 31 Dec 2022 01:39 PM (IST)