Mouni Roy: শাড়িতে আভা ছড়ালেন, চিনতে পারছেন এই অভিনেত্রীকে?
অভিনেত্রী মৌনী রায়কে বিভিন্ন ধরনের পোশাকে দেখা যায়। তবে শাড়িতে তাঁকে একদম অন্যরকম দেখতে লাগে। নতুন ফটোশ্যুটে অনুরাগীদের মুগ্ধ করলেন মৌনী। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/imouniroy/
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছোটপর্দা থেকে বড়পর্দা, সব জায়গাতেই অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন মৌনী। তিনি গ্ল্যামারের মাধ্যমেও নজর কেড়ে নেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/imouniroy/
সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় মৌনী। তাঁর নতুন ফটোশ্যুটের ছবি ইতিমধ্যেই ভাইরাল। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/imouniroy/
বাঙালি মেয়ে মৌনীকে শাড়িতে সবসময়ই ভাল লাগে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/imouniroy/
সম্প্রতি জুবিনের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে মৌনীকে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/imouniroy/
গতকাল জন্মদিন ছিল মৌনীর। ১৯৮৫ সালের ২৮ সেপ্টেম্বর কোচবিহারে জন্ম হয় তাঁর। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/imouniroy/
ছোটপর্দার মাধ্যমে অভিনয় শুরু করার পর বলিউডেও জায়গা করে নিয়েছেন মৌনী। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/https://www.instagram.com/imouniroy/
একাধিক ছবিতে অভিনয় করেছেন মৌনী।
২০০৭ সালে ছোটপর্দায় অভিনয় শুরু করেন মৌনী।
ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন মৌনী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -