Durga Puja Preparation: ৯১-এ পদার্পণ হিন্দুস্থান পার্ক সর্বজনীনের, এবারের থিম 'উন্মোচন'

হিন্দুস্থান পার্ক সর্বজনীনের পুজো প্রস্তুতি

1/10
পুজো আসতে আর হাতে গোনা কয়েকদিন বাকি।
2/10
কলকাতার বিভিন্ন প্রান্ত সেজে উঠছে পুজোর সাজে।
3/10
প্রস্তুতি তুঙ্গে হিন্দুস্থান পার্ক সর্বজনীনেও।
4/10
এবারে ৯১ তম বর্ষে পদার্পণ করছে তারা।
5/10
ভাবনায় শিল্পী রাজু সরকার।
6/10
তাদের এবারের থিম 'উন্মোচন'।
7/10
মণ্ডপের ভিতরে ঢুকলে আবরণের মধ্যে সার সার প্রতিমার দেখা মিলবে।
8/10
সবশেষে মণ্ডপের হৃদয়ে প্রকাশিত হবেন দেবী দুর্গা, আবরণহীন।
9/10
তাঁর স্বরূপ সকলের কাছে উন্মোচিত হোক, এটাই আর্তি।
10/10
ছবি ও তথ্য - সঞ্চয়ন মিত্র।
Sponsored Links by Taboola