Mouni Roy: 'বাড়ি ফিরে প্রচণ্ড কান্নাকাটি করতাম', ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেই সমালোচনার শিকার মৌনী, কেন?
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়। পশ্চিমবঙ্গের কোচবিহারের মেয়ে তিনি। সাধারণ পরিবারে বড় হয়ে ওঠা। কিন্তু জানেন কি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেই তাঁকে কেমন দেখতে সেই নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছিল? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গল্প শোনান অভিনেত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি 'বলিউড বাবল'কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রেখেই নানা কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন তিনি। লোকজনকে তাঁর রূপ, ফ্যাশন ইত্যাদি নিয়ে তাঁর পিছনে কথা বলতে শুনেছেন তিনি।
অভিনেত্রীর কথায়, 'আমি সত্যি কথা বলছি যখন আমি শুরু করি, এবং লোকজন তখন কথা বলত, আমি সবসময় শুনেছি, সবসময় জানতামও যে আমি ঘরের সবচেয়ে সুন্দরী মহিলা নই।'
'এবং সেই নিয়ে আমি চিরকালই সন্তুষ্ট। কিন্তু যখন আমি বম্বে এলাম, এখানে অন্যরকম দেখতে হওয়াটা যেন সমস্যা, অর্থাৎ চিরাচরিত নায়িকা সুলভ দেখতে না হওয়াটা।'
মৌনির বয়স তখন মাত্র ১৯। তাঁর কথায়, 'সেই সমস্ত (নায়িকা সুলভ রূপ) এখন আমি বুঝি কিন্তু তখন ১৯ বছরের এক মেয়ের পক্ষে সেসব খুব কঠিন ছিল। আমি বাড়ি ফিরে প্রচণ্ড কান্নাকাটি করতাম।'
'আমি শুনতে পেতাম ঘরে লোকজন আমাকে নিয়ে আলোচনা করছে। আমার প্রথম ২-৩ বছর ছিল শুধু আমাকে কেমন দেখতে এবং কেমন লাগছে।'
'আমি যখন এখানে এসেছিলাম, হঠাৎ করে আমি তখন চুল কীভাবে বাঁধে বা মেকাআপ কী করে বা নিজেকে কীভাবে পরিবেশন করতে হয় জানতাম না।'
সবশেষে স্বস্তির নিঃশ্বাস অভিনেত্রীর গলায়। মৌনী বলছেন, 'কিন্তু সৌভাগ্যবশত আমি খুব ভাল পর্যবেক্ষণ করতে পারতাম এবং ঈশ্বর অবশেষে আমাকে সেই শক্তি দিয়েছিলেন যে ওই পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছি।'
মৌনী রায় যদিও তাঁর ফ্যাশন সেন্স ও নানা লুকে 'উষ্ণতা' ছড়ানোর জন্যও খ্যাত। যে কোনও পোশাকেই তাঁকে দারুণ মানায় বলে নেটিজেনরা মনে করেন।
১৯ বছর বয়সেই একতা কপূরের হিট ধারাবাহিক 'কিউঁকি সাস ভি কভি বহু থি'-তে কৃষ্ণা তুলসী ভিরানির চরিত্রে খ্যাতির স্বাদ পান মৌনী। বছরের পর বছর ইন্ডাস্ট্রিতে থেকে নিজেকে ঘষামাজা করে আজ তিনি মোহমুগ্ধ করার ক্ষমতা রাখেন অনুরাগীদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -