Mrunal Thakur: কেরিয়ারের নয়া ধাপ... নতুন ছবির মহরতে উচ্ছ্বসিত ম্রুণাল ঠাকুর
এবার বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)-র সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)-র সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur)।
২০২২ সালে তামিল ছবি ‘সীতা রামম’ দিয়ে দক্ষিণে আত্মপ্রকাশ করেছেন ম্রুণাল ঠাকুর। বলিউডে তাঁর শেষ অভিনীত ছবি 'জার্সি'।
বিপরীতে ছিলেন শাহিদ কপূর (Shahid Kapoor)। ইন্ডাস্ট্রিতে প্রথম ছোটপর্দার হাত ধরেই পা রেখেছিলেন ম্রুণাল। এরপর মরাঠি ও তারপরে হিন্দি ছবি।
বলিউডে ধীরে ধীরে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। একাধিক তেলুগু ছবিতেও কাজ করেছেন তিনি।
আজ সোশ্য়াল মিডিয়ায় SVC : 54 ছবির মহরতের ছবি শেয়ার করে নিয়ে ম্রুণাল লেখেন, 'একটা দারুণ সফর শুরু করার এটা প্রথম ধাপ।
'শ্রী ভেঙ্কটেশস্বরা ক্রিয়েসনের সঙ্গে এটা আমার প্রথম কাজ হতে চলেছে। আর, বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। শ্যুটিং শুরু হওয়ার অধীর অপেক্ষায়।
১৯৯২ সালের ১ অগাস্ট। মহারাষ্ট্রে ধুলে অঞ্চলে জন্ম নেন অধুনা হিন্দি ও মরাঠি ছবির জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।
২০১২ সালে কলেজে পড়াকালীন অভিনয়ে হাতেখড়ি। শুরু করেন 'মুঝসে কুছ কেহতি... ইয়ে খামোশিয়াঁ' ধারাবাহিক দিয়ে। এরপর ২০১৪ সালে তিনি শুরু করেন 'কুমকুম ভাগ্য' ধারাবাহিকে কাজ। সেটা চলে ২০১৬ পর্যন্ত।
২০১৪ সালে 'বক্স ক্রিকেট লিগ ১' ও ২০১৫ সালে 'নাচ বলিয়ে ৭'-এ অংশ নেন ম্রুণাল। অভিনেত্রীর সিনেমায় হাতেখড়ি হয় মরাঠি ছবি 'ভিট্টি দন্ডু'র হাত ধরে। ২০১৪ সালে মুক্তি পায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -