Mumbai Drug Cruise Case: মাদক মামলায় গ্রেফতারি থেকে জামিন, এক ঝলকে আরিয়ান খানের গত ২৬টা দিন

আরিয়ান খান

1/10
গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর রেভ পার্টি থেকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে আটক হন আরিয়ান খান। তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে এনসিবি।
2/10
আরিয়ান খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, রেভ পার্টিতে তাঁর কাছ থেকে মাদক পাওয়া যায় বলে। আরিয়ানকে পাঠানো হয় আর্থার রোড জেলে। সেখানেই অন্যান্য বন্দিদের মতো জীবন কাটাতে হচ্ছিল এই স্টার কিডকে।
3/10
তবে, শুধু আরিয়ান খানই নন। প্রমোদতরীর ওই রেভ পার্টি থেকে আরিয়ান খান-সহ আটজনকে গ্রেফতার করে এনসিবি।
4/10
মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর একাধিকবার জামিনের আবেদন খারিজ হয়ে যায় আরিয়ান খানের।
5/10
তিনি জামিনে ছাড়া পেলে প্রভাব খাটিয়ে তদন্তের প্রমাণ নষ্ট করতে পারেন বলে জানান নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা।
6/10
আরিয়ান খানের মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর উঠেছিল একাধিক প্রশ্ন। দেখা গিয়েছে নানা রাজনৈতিক চাপানউতোরও।
7/10
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে উঠেছে ঘুষ নেওয়ার অভিযোগও।
8/10
নিম্ন আদালতে বারবার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আরিয়ান খানের আইনজীবীর পক্ষ থেকে জামিনের আবেদন করা হয় বম্বে হাইকোর্টে।
9/10
মামলা চলাকালীন একবারও এই প্রসঙ্গে কথা বলতে দেখা যায়নি শাহরুখ খানকে। যদিও বলিউড ইন্ডাস্ট্রির একাধিক তারকাকে আরিয়ান খানের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে। আরিয়ান খানের হয়ে মামলা লড়ছিলেন আইনজীবী মুকুল রোহতগি।
10/10
গ্রেফতারির ২৬ দিন পর অবশেষে স্বস্ত্বি। মাদক মামলায় গ্রেফতার হওয়া বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্রের জামিনের আবেদন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট।
Sponsored Links by Taboola