'গানের ওপারে'-র স্মৃতি উস্কে ফের রবীন্দ্রসঙ্গীত নিয়ে পর্দায় অর্জুন, দর্শনাকে বললেন, 'মাঝে মাঝে তব দেখা পাই'
আজ ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেল মিউজিক ভিডিও - 'মাঝে মাঝে তব'। অর্জুন দর্শনার জুটির এই নতুন গান ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় ৩০ হাজার জন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক ফ্রেমে টলিপাড়ার ২ তরুণ তারকা। অর্জুন চক্রবর্তী আর দর্শনা বণিক। রবীন্দ্র সঙ্গীত 'মাঝে মাঝে তব' সুরে ধ্রুব ব্য়ানার্জীর পরিচালনায় প্রেমের গল্প বুনলেন ২ জনে। নতুন রূপে গানটিকে নিয়ে আসছেন অরিন্দম। আজ জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেল মিউজিক ভিডিওটি।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি কিছু হাতে আঁকা বিখ্যাত ছবির লুকে সেজে তাক লাগানো ফটোশ্যুট করেছেন দর্শনা।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ জনপ্রিয় দর্শনা। এর আগে 'ল্যাবরেটরি' ছবিতে অনির্বাণ ভট্টাচার্যের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
আনলক পর্বেই মিউজিট ভিডিওটির শ্যুটিং হয়েছে। শ্যুটিংস্থান? স্বপ্নের বাওয়ালি রাজবাড়ি। কলকাতার কাছেই ৩০০ বছরের পুরনো বাওয়ালি রাজবাড়ির খ্যাতি রয়েছে অন্যতম বিলাসবহুল জায়গা হিসাবে। সেই সঙ্গে এটা টলিউডের প্রিয় শ্যুটিং স্পটও বটে। এমন জায়গায় রবীন্দ্রসঙ্গীত নিয়ে কাজ করে মুগ্ধ অর্জুন। এবিপি আনন্দের সঙ্গে ভাগ করে নিলেন শ্যুটিং-এর অভিজ্ঞতা।
'অভিযাত্রিক' ছাড়াও আটকে রয়েছে অঞ্জন দত্ত পরিচালিত 'সাহেবের কাটলেট'-এর মুক্তি। সেখানেও মুখ্য ভূমিকায় রয়েছেন অর্জুন।
আগামী দিনে ‘অভিযাত্রিক’ ছবির প্রধান চরিত্রে দেখা যাবে অর্জুনকে। কবে মুক্তি পেতে পারে এই ছবি? অর্জুন বলছেন, ‘আমি ওই ছবিটা নিয়ে খুব এক্সাইটেড। তবে করোনা পরিস্থিতিতে সব মুক্তিই তো প্রশ্নের মুখে। প্রযোজক নিশ্চয়ই আলাদাভাবে পরিকল্পনা করছেন ওই ছবিটা নিয়ে। আর বাঙালি অপু আর কাজলের গল্প দেখবে না তা কি হয়!’
আর নায়িকা দর্শনা? তাঁর প্রশংসাতেও উচ্ছ্বসিত অর্জুন। বললেন, ‘দর্শনার সঙ্গে এর আগে একটা শর্ট ফিল্মে কাজ করেছি। তবে এই কাজটা আরও অনেকটা বড়। বিভিন্ন বিষয় সম্পর্কে ওর ধারণা খুব ভালো। অভিনয়ও দারুণ।’
কেমন ছিল শ্যুটিং-এর অভিজ্ঞতা? অর্জুন বলছেন, ‘প্রায় ২৪ ঘণ্টা ধরে টানা শ্যুটিং-এর কাজ চলেছে। যখন ৫ মিনিট শট চলছে না, আমরা ঘরে বসে ঘুমিয়ে নিচ্ছিলাম। তবে ধ্রুবদার (ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়) সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। উনি আমার নিজের দাদার মত। সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা হল।‘
অর্জুন বলছেন, রবীন্দ্রসঙ্গীত নিয়ে কাজ করেছিলাম ‘গানের ওপারে’-র সময়। প্রচুর গানে লিপ দিতে হয়েছিল ওই ধারাবাহিকে। সেই স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। আর রোম্যান্সে, কথায়, সুরে সবসময় তো রবীন্দ্রনাথই সেরা। আমরা তাঁর গানকেই বিভিন্নভাবে খুঁজে নিই কেবল। ‘
- - - - - - - - - Advertisement - - - - - - - - -