National Film Awards 2021: জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের তালিকায় কারা? দেখে নিন
গতকাল ৬৭-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। এবার পুরস্কার প্রাপকদের তালিকায় নাম রয়েছে কঙ্গনা রানাউতের। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম @kanganaranaut/Instagram @bpraak/Instagram
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘মণিকর্নিকা’ ও ‘পঙ্গা’ ছবিতে অভিনয়ের জন্য ফের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কঙ্গনা রানাউত। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম @kanganaranaut/Instagram
এর আগে ‘ফ্যাশন’, ‘তনু ওয়েডস মনু রিটার্ন’ ও ‘কুইন’ ছবির জন্যও জাতীয় পুরস্কার পেয়েছেন কঙ্গনা। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম @kanganaranaut/Instagram
‘ভোঁসলে’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মনোজ বাজপেয়ী। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম @bajpayee.manoj/Instagram
‘অসুরণ’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ধনুশ। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম @dhanushkraja/Instagram
প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ছবি ‘ছিছোড়ে’ সেরা হিন্দি ছবি নির্বাচিত হয়েছে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম @niteshtiwari22/Instagram
সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে সেরা নির্বাচিত হয়েছে ‘জল্লিকাট্টু’। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম @antony_varghese_pepe/Instagram
অক্ষয় কুমারের ছবি ‘কেশরী’-র গান ‘তেরি মিট্টি’-র জন্য সেরা পুরুষ প্লে ব্যাক গায়কের পুরস্কার পেয়েছেন বি প্রাক। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম @akshaykumar/Instagram
- - - - - - - - - Advertisement - - - - - - - - -