World Meteorological Day 2021 আজ বিশ্ব আবহাওয়া দিবস, জেনে নিন এই দিনটির তাৎপর্য
আজ বিশ্ব আবহাওয়া দিবস, জেনে নিন এই দিনটির তাৎপর্য
1/7
প্রতিবছর ২৩ মার্চ পালিত হয় বিশ্ব আবহাওয়া দিবস। দিনটির একটা আলাদা তাৎপর্য রয়েছে। মনুষ্য স্বভাবের সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলের যে সূক্ষ্ম যোগাযোগ রয়েছে, কীভাবে তা একে-অপরের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত, তা এই দিনে ফুটিয়ে তোলা হয়।
2/7
সংযুক্ত রাষ্ট্রপুঞ্জের আওতাধীন বিশ্ব আবহাওয়া সংস্থার গঠন হয়েছিল ১৯৫০ সালে। আজকের দিনই। সেই দিনটিকে উদযাপন করা হয় বিশ্ব আবহাওয়া দিবস হিসেবে।
3/7
জলবায়ু ও দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক ও আবহাওয়া সম্পর্কিত ঘটনাবলি নিয়ে তথ্য সরবরাহ করে বিশ্ব আবহাওয়া সংস্থা।
4/7
প্রতিবছর বিভিন্ন থিমকে সামনে রেখে পালিত হয় বিশ্ব আবহাওয়া দিবস। এবছরের থিম হল "মহাসাগর, আমাদের জলবায়ু ও আবহাওয়া"। মহাসাগরের গুরুত্ব ও তার উন্নয়ন সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই হচ্ছে এই থিমের মূলমন্ত্র।
5/7
সমুদ্র সাধারণত আমাদের ভূপৃষ্ঠের ৭০ শতাংশ জুড়ে রয়েছে। তা সত্ত্বেও, জলবায়ু ও আবহাওয়া সম্পর্কে আলোচনায় সমুদ্র বরাবর বঞ্চনার শিকার। সকলের নজর থাকে শুধুমাত্র বায়ুমণ্ডলের দিকেই।
6/7
অথচ, বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমুদ্র। বিশ্ববানিজ্যের ৯০ শতাংশ আদানপ্রদান হয় সমুদ্রপথেই। পাশাপাশি, মানব সভ্যতার ৪০ শতাংশই গড়ে উঠেছে সমুদ্রপাড় ঘিরে।
7/7
ফলত, সমুদ্রের পরিবর্তনের ওপর প্রতিনিয়ত নজর রাখা জরুরি। এই কাজ করে থাকে ন্যাশনাল মেটেওরোজিক্যাল অ্যান্ড হাইড্রোলজিক্যাল সার্ভিসেস। সমুদ্রের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
Published at : 23 Mar 2021 11:27 AM (IST)