World Meteorological Day 2021 আজ বিশ্ব আবহাওয়া দিবস, জেনে নিন এই দিনটির তাৎপর্য
প্রতিবছর ২৩ মার্চ পালিত হয় বিশ্ব আবহাওয়া দিবস। দিনটির একটা আলাদা তাৎপর্য রয়েছে। মনুষ্য স্বভাবের সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলের যে সূক্ষ্ম যোগাযোগ রয়েছে, কীভাবে তা একে-অপরের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত, তা এই দিনে ফুটিয়ে তোলা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসংযুক্ত রাষ্ট্রপুঞ্জের আওতাধীন বিশ্ব আবহাওয়া সংস্থার গঠন হয়েছিল ১৯৫০ সালে। আজকের দিনই। সেই দিনটিকে উদযাপন করা হয় বিশ্ব আবহাওয়া দিবস হিসেবে।
জলবায়ু ও দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক ও আবহাওয়া সম্পর্কিত ঘটনাবলি নিয়ে তথ্য সরবরাহ করে বিশ্ব আবহাওয়া সংস্থা।
প্রতিবছর বিভিন্ন থিমকে সামনে রেখে পালিত হয় বিশ্ব আবহাওয়া দিবস। এবছরের থিম হল মহাসাগর, আমাদের জলবায়ু ও আবহাওয়া। মহাসাগরের গুরুত্ব ও তার উন্নয়ন সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই হচ্ছে এই থিমের মূলমন্ত্র।
সমুদ্র সাধারণত আমাদের ভূপৃষ্ঠের ৭০ শতাংশ জুড়ে রয়েছে। তা সত্ত্বেও, জলবায়ু ও আবহাওয়া সম্পর্কে আলোচনায় সমুদ্র বরাবর বঞ্চনার শিকার। সকলের নজর থাকে শুধুমাত্র বায়ুমণ্ডলের দিকেই।
অথচ, বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমুদ্র। বিশ্ববানিজ্যের ৯০ শতাংশ আদানপ্রদান হয় সমুদ্রপথেই। পাশাপাশি, মানব সভ্যতার ৪০ শতাংশই গড়ে উঠেছে সমুদ্রপাড় ঘিরে।
ফলত, সমুদ্রের পরিবর্তনের ওপর প্রতিনিয়ত নজর রাখা জরুরি। এই কাজ করে থাকে ন্যাশনাল মেটেওরোজিক্যাল অ্যান্ড হাইড্রোলজিক্যাল সার্ভিসেস। সমুদ্রের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -