Nil Trina: পিৎজা-আইসক্রিম সহযোগ জমজমাট পেটপুজো, কন্টিনেন্টাল খাবারের স্বাদে মজলেন নীল-তৃণা
ABP Ananda
Updated at:
16 May 2023 08:33 AM (IST)
1
হাতে রয়েছে আর মাত্র কয়েকদিন। তার আগেই কলকাতার একটি রেস্তোরাঁয় প্রি জামাইষষ্ঠী উদযাপন করলেন নীল-তৃণা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
পিৎজা-ফিস ফিঙ্গার সহ একাধিক জিভে জলআনা খাবারে জমে উঠল সেলিব্রেশন।
3
এদিন নীলকে দেখা গেল কালো রঙের পোশাকে।
4
অন্য়দিকে পিচ রঙের ওয়ের্স্টান পোশাকে দেখা মিলল তৃণার।
5
এদিন শুধু জামাইষষ্ঠীই নয়, উদযাপন হল বৌমা ষষ্ঠীও।
6
একে অপরের হাত থেকে খাবার খেতেও দেখা গেল নীল-তৃণাকে।
7
ছবিতেই স্পষ্ঠ দুজনেই বেশ মেতে উঠেছিলেন এই সেলিব্রেশনে।
8
একে অপরের সঙ্গে জমিয়ে ছবিও তুললেন টলিপাড়ার এই সেলিব্রিটি কাপল।
9
পাশাপাশি এও জানালেন এদিনের কন্টিনেন্টাল খাবারের প্রতিটি মেনু বেশ মনে ধরেছে তাঁদের।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -