Whatsapp Chat Lock: হোয়াটসঅ্যাপ থেকে বেছে নিয়ে নির্দিষ্ট চ্যাটবক্সও 'লক' রাখতে পারবেন ইউজাররা, হাজির নতুন ফিচার
হোয়াটসঅ্যাপে চালু চ্যাট লক ফিচার, কীভাবে 'অন' করবেন এই ফিচার? কী কী সুবিধা পাবেন? জেনে নিন বিস্তারিত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহোয়াটসঅ্যাপে চ্যাট লক ফিচার অন করলে ওই চ্যাটে থাকা সব মেসেজ লক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না আপনি চ্যাট আনলক করবেন মেসেজ দেখা যাবে না। একাধিক চ্যাটের ক্ষেত্রে এই লক ফিচার চালু করা যাবে।
হোয়াটসঅ্যাপে এতদিন এমন একটি ফিচার চালু ছিল যেখানে পাসওয়ার্ডের সাহায্যে আপনি পুরো অ্যাপটাই লক করে রাখতে পারেন। এবার চালু হয়েছে নির্দিষ্ট একটি বা একাধিক চ্যাট লক করে রাখার ফিচার।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ইউজারদের নিরাপত্তার জন্য নতুন চ্যাট লক ফিচার চালু করেছে। এর সাহায্যে আপনি পছন্দমতো চ্যাট বেছে নিয়ে সেটি লক করে রাখতে পারবেন। অন্য কেউ আপনার এই চ্যাট আর দেখতে পাবে না।
হোয়াটসঅ্যাপে যে এই চ্যাট লক ফিচার চালু হতে চলেছে তা আগেই শোনা গিয়েছিল। এবার এই ফিচার চালু হয়েছে বলে ফেসবুকে জানিয়েছেন মেটা অধিকর্তা মার্ক জুকেরবার্গ।
এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে ইউজারদের প্রাইভেসি আরও বেশি করে বজায় থাকবে। শুধু তাই নয় এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে যাবতীয় তথ্য।
কীভাবে কাজ করবে হোয়াটসঅ্যাপের চ্যাট লক ফিচার? জেনে নিন কয়েকটি সহজ পর্যায়। প্রথমে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সান ডাউনলোড বা আপডেট করতে হবে আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে।
এবার হোয়াটসঅ্যাপ খুলে সেই নির্দিষ্ট চ্যাট বেছে নিতে হপরবর্তী পর্যায়ে ওই চ্যাটের প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপের ক্ষেত্রেও এই ফিচার কাজ করবে।বে যা আপনি লক করে রাখতে চান।
প্রোফাইল পিকচারে ক্লিক করার পর ডিসঅ্যাপিয়ারিং মেসেজ মেনুর ডানদিকে নীচে নতুন অপশন 'চ্যাট লক' দেখতে পাবেন আপনি। এই অপশনে ট্যাপ করুন।
চ্যাট লক ফিচার অন করার পর ফোনে পাসওয়ার্ড বা বায়োমেট্রিক থাকলে তা দিয়ে অপশন অথেনটিকেট করতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -