Neel Trina Fashion Show: নীল-তৃনার নতুন যাত্রার সঙ্গী সৌরভ-অপরাজিতা আঢ্য়, ফ্যাশন শো'তে বসল চাঁদেরহাট
Fashion Show: ক্লথ বাই তৃনীল-এর নতুন উদ্য়োগ। তিলোত্তমার বুকে হয়ে গেল জমজমাট ফ্যাশন শো।
নীল-তৃনার নতুন যাত্রার সঙ্গী সৌরভ-অপরাজিতা আঢ্য়, ফ্যাশন শো'তে বসল চাঁদেরহাট
1/9
আর এই অনুষ্ঠানেই বসেছিল চাঁদের হাট। সৌরভ দাস ও অপরাজিতা আঢ্যর মত অভিনেতাদের দেখা মিলল এই শো'তে।
2/9
বেশ অন্য়রকম সাজে এদিন দেখা মিলল অভিনেত্রী অপরাজিতা আঢ্যর।
3/9
পুজোয় সপ্তমী থেকে দশমীর কীভাবে সাজবেন, তারই ঝলক মিলল এদিনের অনুষ্ঠানে।
4/9
শহরের নামকরা মডেলদের সাজ এদিন নজর কাড়ল সকলের।
5/9
অনুষ্ঠানর শো স্টপার ছিলেন সৌরভ দাস ও অপরাজিতা আঢ্য।
6/9
ব়্যাম্পে গ্ল্য়ামারাস লুকে দেখা মিলল নীল ও তৃণারও।
7/9
অনুষ্ঠানে কেক কাটতেও দেখা গেল এই তারকাদের।
8/9
ইতিমধ্য়েই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ফ্য়াশন শোয়ের ছবি।
9/9
যা ভালবাসায় ভরিয়েছেন নীল-তৃণার অনুরাগীরা।
Published at : 30 Aug 2023 11:12 PM (IST)