Neetu Kapoor Birthday: আজ নিতুর জন্মদিন, এক জায়গায় কপূর পরিবারের সদস্যরা
আজ বলিউডের প্রবীণ অভিনেত্রী নিতু কপূরের জন্মদিন। পরিবারের সবার সঙ্গে তিনি দিনটি কাটাচ্ছেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ Riddhima Kapoor Sahni
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিতুর ৬৩-তম জন্মদিন উপলক্ষে আজ কপূরদের পারিবারিক গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। নিতুর বাসভবনে মেয়ে করিনা ও করিশ্মাকে নিয়ে গিয়েছেন রণধীর কপূর, আছেন রণবীর কপূর ও তাঁর বান্ধবী আলিয়া ভট্ট, আদর জৈন এবং পরিবারের অন্যান্যরা। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ Riddhima Kapoor Sahni
সোশ্যাল মিডিয়ায় মায়ের জন্মদিন পালনের ছবি শেয়ার করেছেন ঋদ্ধিমা কপূর সাহনি। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ Riddhima Kapoor Sahni
দিদি, বোনের সঙ্গে একত্রে ছবি তোলেন করিনা কপূর খান। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম/ Riddhima Kapoor Sahni
নিতুর জন্মদিন উপলক্ষে গেট টুগেদারে দেখা যায় করিশ্মার মেয়ে সামারা এবং ঋদ্ধিমার মেয়ে সামাইরাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -