Vicky Katrina Wedding: ভিকি-ক্যাটের বিয়েতে সপরিবারে হাজির নেহা ধুপিয়া-অঙ্গদ বেদী, কবীর খান, গুরদাস মান

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

1/10
মঙ্গলবার, ৭ ডিসেম্বর। আজ থেকেই শুরু ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের অনুষ্ঠান। ইতিমধ্যেই জয়পুরে পৌঁছেছেন একাধিক তারকা। পাপারাৎজিদের ক্যামেরাবন্দি তাঁরা বিমানবন্দরে।
2/10
জয়পুর উড়ে যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে দেখা মিলল নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর।
3/10
ক্যাটরিনা কাইফের সঙ্গে 'দে দনা দন', 'সিং ইজ কিং' ইত্যাদি ছবিতে কাজ করেছেন নেহা। তাঁদের মধ্যে সম্পর্ক বেশ ভাল।
4/10
মুম্বই বিমানবন্দরে এদিন দেখা মেলে চিত্র পরিচালক কবীর খান, তাঁর স্ত্রী মিনি মাথুর ও তাঁদের মেয়ের।
5/10
কবীর খানের 'এক থা টাইগার' ও 'নিউ ইয়র্ক' ছবিতে অভিনয় করেছেন ক্যাট। এছাড়া তিনি হবু কনের ঘনিষ্ঠ বন্ধুও বটে।
6/10
গোলাপী প্যাস্টেল চুড়িদারে বেশ সুন্দর দেখাচ্ছিল কবীর খানের স্ত্রী মিনি মাথুরকে।
7/10
মঙ্গলবার সকালে মুম্বই বিমানবন্দরে সপরিবারে ক্যামেরাবন্দি হলেন গায়ক গুরদাস মানও।
8/10
সূত্রের খবর পঞ্জাবী সঙ্গীত তারকা গুরদাস মান ভিকি-ক্যাটের 'সঙ্গীত' অনুষ্ঠানে পারফর্ম করবেন।
9/10
নীল রঙের পোশাকে ট্যুইনিং করছিলেন নেহা ও অঙ্গদ। বেশ উচ্ছ্বসিত দেখালো তাঁদের।
10/10
আজ সঙ্গীত, কাল মেহন্দি, আগামী বৃহস্পতিবার বিয়ে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের।
Sponsored Links by Taboola