Nusrat Jahan: শরীরচর্চার আগে কফি-র গুরুত্ব বোঝালেন নুসরত, সোশ্যালে ছবি পোস্ট টলিউড ডিভার
একেই পৌষের শুরুতেই শীতের আমেজ। তার উপর ডিসেম্বরের শেষ। এমন সময় শরীরচর্চার আগে কফির গুরুত্ব বোঝালেন টলিউড অভিনেত্রী নুসরত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইন্সটায় এদিন একরাশ ছবি পোস্ট করলেন টলিউড অভিনেত্রী নুসরত। সিলভার গ্রে কালারের ওয়ার্কআউটের পোশাক পরে এদিন কফির কাপে চুমুক দিলেন টলিউড ডিভা।
তবে শীতের আমেজ কফি খেয়েই ঘুম ভাঙান অনেকেই। ক্যাফাইন মূলত জাগিয়ে দিতে সাহায্য করে। তাই অনেকসময়ই হেভি ডায়েটে থাকলেও কফিটা তালিকায় রেখেই দেন।
ওসিয়ান ব্লু কালারের নেল পালিশ এবং ব্যাকগ্রাউন্ডেও একই গ্রাফিক্সের ছোঁওয়া, স্বাভাবিকভাবেই নুসরতকে আরও সুন্দর করে তুলেছে।
তবে শরীরচর্চার আগে ফটো সেশনের সময় বোল্ড লুকে নুসরতকে দেখে ভক্তদের কম্যান্টের বন্যা ইন্সটায়।
সম্প্রতি তিনি এর আগে একটি রেড কালারের ড্রেস পরেও ছবি দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই বছর শেষে এমন বোল্ডলুকে নুসরতকে দেখে লাইক ও শেয়ার নেটদুনিয়ায়।
তবে একনও অবধি যেভাবে পরিশ্রম করেন, শরীরচর্চা করে নিজেকে ধরে রেখেছেন, তার প্রশংসা মাঝেমাঝেই সোশ্যালে পান নুসরত
যদিও যারা দীর্ঘ সময় ধরে কাজ করেন, অনেকেই এনার্জি ধরে রাখার জন্য কফি খেয়ে থাকেন। যদিও চিনি দিয়ে খেলে পাছে উল্টো হয়, তাই অনেকেই ব্ল্যাক কফিতে মুখ ডোবান ।
তবে ব্ল্যাক কফি খেয়ে অনেকেরই আবার অ্য়াসিডিটি হয়। সুতরাং খালি পেটে কফি খাওয়াটা একটু রিস্কি। তাই শরীর বুঝে খাওয়া ভাল।
তবে নতুন বছরের আগে নুসরতের ছবি পেয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মুনি নানা মত। এর পর ফের কী ছবি পোস্ট করবেন অভিনেত্রী, অপেক্ষায় ভক্তরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -