Vastu Tips: নতুন বছরে খুলে যেতে পারে ভাগ্যের দরজা! মেনে চলুন এই বাস্তু নিয়ম

Vastu Shastra: নতুন বছরে করুন এই বাস্তু প্রতিকার, খুলে যাবে ভাগ্যের দরজা

নতুন বছরে করুন এই বাস্তু প্রতিকার, খুলে যাবে ভাগ্যের দরজা

1/7
ডিসেম্বর শেষ হলেই নতুন বছরে পা রাখব আমরা। নতুন বছর যাতে সুখে, শান্তিতে, আনন্দে কাটে, এমন আকাঙ্খা সকলের মনেই রয়েছে। বাস্তুতে এমন অনেক উপায়ের উল্লেখ রয়েছে, যেগুলি মেনে চললে বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসবে সহজেই!
2/7
বাড়ির উত্তর-পূর্ব কোণে একটি সবুজ তুলসী গাছ লাগান। প্রতি সন্ধ্যায় তুলসী তলায় ঘি-এর প্রদীপ জ্বালান। তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয়। নিয়মিত তুলসী তলায় প্রদীপ জ্বালালে ঘরে সুখ, শান্তি আসে।
3/7
ধন-সম্পদের জন্য মা লক্ষ্মীর ছবির সঙ্গে কুবেরের ছবি লাগান। এতে আর্থিক সমস্যা দূর হবে। দেবী লক্ষ্মী হলেন সম্পদের দেবী এবং ভগবান কুবের হলেন আয়ের দেবতা।
4/7
ধন-সম্পদের জন্য মা লক্ষ্মীর ছবির সঙ্গে কুবেরের ছবি লাগান। এতে আর্থিক সমস্যা দূর হবে। দেবী লক্ষ্মী হলেন সম্পদের দেবী এবং ভগবান কুবের হলেন আয়ের দেবতা।
5/7
বাড়িতে গণেশ মূর্তি রাখা খুব শুভ বলে মনে করা হয়। এতে অর্থাভাব দূর হয়। যে কোনও শুভ কাজে সর্বপ্রথমে গণেশের পূজা করা হয়।
6/7
নতুন বছরের প্রথম দিনেই পুরো বাড়ি পরিষ্কার করুন। তারপর জলে হলুদ মিশিয়ে একটি পান পাতার সাহায্যে সেই হলুদ জল গোটা বাড়িতে ছিটিয়ে দিন। বিশ্বাস করা হয়, এতে ঘরে সর্বদা দেবী লক্ষ্মী বসবাস করেন এবং সুখ-শান্তিও বজায় থাকে।
7/7
বাড়িতে ময়ূরের পালক রাখলে বাস্তু দোষ দূর হয়। বাস্তু অনুসারে, ঘরে ময়ূরের পালক রাখলে আয়ও বাড়ে।
Sponsored Links by Taboola