New Bengali Film: থ্রিলার ছবিতে প্রথমবার একসঙ্গে ঋত্বিক চক্রবর্তী, দর্শনা বণিক ও ইন্দ্রনীল সেনগুপ্ত
এই প্রথমবার একসঙ্গে পর্দায় আসতে চলেছেন ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বণিক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবির নাম পরিচয় গুপ্ত। নির্দেশনার দায়িত্বে রয়েছেন পরিচালক রন রাজ।
ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বনিকের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে অয়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায়, জয় সেনগুপ্ত, প্রদীপ ভট্টাচার্য, সব্যসাচী চক্রবর্তী, রৌনক ভট্টাচার্যের মত অভিনেতাদের।
১৯৫০ সালের প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে এই ছবি। এক জমিদার ও তার বন্ধুর জীবনের গল্প নানান গল্প উঠে আসবে এই ছবির হাত ধরে।
পরিচালক রন রাজের মতে, 'পরিচয় গুপ্ত' এই নাম টা থেকে বোঝা যাচ্ছে কোনও কিছুর সিক্রেট আইডেন্টিটি। সমাজের প্রতিটি মানুষের মধ্যে এই সিক্রেট আইডেনটিটি থেকে থাকে। কিন্তু পরিবারের চাপে, সমাজের চাপে সেই প্রতিভাকে অনেকে আটকে রাখে। এই ছবিতে এরকম কিছুর স্বাদ পাবেন দর্শক।
'পরিচয় গুপ্ত' মূলত থ্রিলার ধর্মী ছবি। যার প্রতিটি বাকে রয়েছে বিভিন্ন টুইস্ট।
ছবিতে সঙ্গীতের দায়িত্বে রয়েছেন সঙ্গীত পরিচালক শুভেন্দু অধিকারী। চলতি মাসেই শুরু হচ্ছে ছবির শুটিং।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -