New Bengali Film: নতুন নায়কের সঙ্গে জুটি বাঁধছেন ঋষভ, থাকছেন রাজনন্দিনী, অনিন্দ্য, বিশ্বনাথও

Tahader Kotha Look Sen Photos: সুব্রত ঘোষের পরিচালনায় আসছে নতুন ছবি তাহাদের কথা (Tahader Kotha)। যাঁরা সমাজে খুব একটা পরিচিত নয়, যাঁদের কথা কেউ শুনতে চায় না, তাঁদের গল্প নিয়েই তৈরি হচ্ছে এই ছবি।

রাজনন্দিনীর সঙ্গে বড়পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন অনিন্দ্য

1/10
নতুন পরিচালকের হাত ধরে ফের বড়পর্দায় ঋষভ বসু (Rishav Basu), অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta), ও রাজনন্দিনী পাল (Rajnandini Paul)।
2/10
সুব্রত ঘোষের পরিচালনায় আসছে নতুন ছবি 'তাহাদের কথা' (Tahader Kotha)। যাঁরা সমাজে খুব একটা পরিচিত নয়, যাঁদের কথা কেউ শুনতে চায় না, তাঁদের গল্প নিয়েই তৈরি হচ্ছে এই ছবি।
3/10
ইতিমধ্যেই ছবির লুক সেট হয়ে গিয়েছে। এই ছবির হাত ধরে বড়পর্দায় পা রাখছেন অভিনেত্রী তৃষা দাস। এছাড়াও রয়েছেন, দীপক হালদার (Deepak Halder), অমিত সাহা (Amit Saha)।
4/10
এছাড়াও রয়েছেন, অরিন্দল বাগচি (Arindol Bagchi), ভদ্র বসু (Bhadra Basu), বিশ্বনাথ বসু (Biswanath Basu), কৃষ্ণেন্দু দেওয়ানজি (Krishnendu Dewanji) ও অন্যান্যরা।
5/10
এই ছবিতে ঋষভের চরিত্রের নাম রফিকুল। অনলের চরিত্রে রয়েছেন অনিন্দ্য আর শ্রীনাথের ভূমিকায় দেখা যাবে কৃষ্ণেন্দুকে। তৃষার নম হয়েছে প্রিয়ঙ্কা, রাজনন্দিনীকে দেখা যাবে সুস্মিতার চরিত্রে।
6/10
একজন নকশাল আন্দোলনের কর্মী হিসেবে দেখা যাবে ঋষভকে আর একজন বার ডান্সার হিসেবে দেখা যাবে নবাগতা তৃষাকে। তাঁদের প্রেমের গল্প নিয়েই এগিয়ে যাবে এই ছবি।
7/10
অন্যদিকে, রাজনন্দিনীর সঙ্গে বড়পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন অনিন্দ্য। এই ছবিতে রাজনন্দিনীর চরিত্রের নাম সুস্মিতা। তাঁর স্বপ্ন একজন অভিনেত্রী হওয়ার। তাঁর ইচ্ছে এমন একটা চরিত্রে অভিনয় করার, যার জন্য চিরকাল সবাই তাকে মনে রাখবে।
8/10
image 4
9/10
অন্যদিকে, অনিন্দ্যর চরিত্রের নাম অনল। সে একটি কর্পোরেট অফিসে চাকরি করে। সুস্মিতাকে ভালবাসে অনল। তাঁদের প্রেমের গল্প কী পরিণতি পাবে? উত্তর মিলবে গল্পে।
10/10
'তাহাদের কথা' এমন সব সাধারণ মানুষদের কথা বলবে, যাঁরা তাঁদের নিজেদের জীবনে অনন্য। সবার মধ্যে থেকেও যেন তাঁরা আলাদা। সেই গল্পই বলবে এই ছবি।
Sponsored Links by Taboola