New Short Film: এক 'নতুন' ভালবাসার গল্প নিয়ে আসছে 'শ্রুতিমধুর', মুখ্য চরিত্রে জনপ্রিয় উন্মেষ গঙ্গোপাধ্যায়
এবারে সম্পর্কের গল্প নিয়ে আসছেন নবাগত পরিচালক আর চট্টোপাধ্যায়। প্রকাশ্যে এল সেই স্বল্পদৈর্ঘ্যের ছবির প্রথম লুক। ছবির নাম 'শ্রুতিমধুর'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় ইউটিউবার উন্মেষ গঙ্গোপাধ্যায়। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী অপলা চৌধুরী।
ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীভান্সী ও অপ্রতীম চট্টোপাধ্যায়। ছবিটির প্রযোজনা করেছেন পরিচালক, প্রযোজক সপ্তাশ্ব বসুর নিও স্টুডিওস ব্যানার।
সম্প্রতি হয়ে গেল 'শ্রুতিমধুর' ছবির বিশেষ স্ক্রিনিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক নামকরা অভিনেতা ও অভিনেত্রীরা।
এই ছবি ৭ বছরের বিবাহিত দম্পতি অর্ণব এবং শ্রুতির গল্প বলে। একটি ২ বছর বয়সী কন্যার সঙ্গে আপাতদৃষ্টিতে তাদের একটি সুখী পরিবার বলে মনে হয়, কিন্তু আসলেই কি তাই?
অতীতের একটি ফোনকল যখন শ্রুতির ফোনে পৌঁছায়, তখন তাদের ছোট্ট সুখী পৃথিবীটা উল্টে যায় এবং তারা একটি দ্বিধাগ্রস্ত পরিস্থিতির মুখোমুখি হয়।
প্রতিশ্রুতি, বিশ্বাসঘাতকতা এবং পারিবারিক সম্পর্কের মতো বিষয়গুলো এই মিউজিক্যাল শর্টফিল্মে তুলে ধরা হয়েছে। শ্যুটিং হয়েছে কলকাতা শহরে।
ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন শিল্পী ঈশান মিত্র ও ছবির চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। খুব তাড়াতাড়ি নামী এক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে শর্টফিল্ম 'শ্রুতিমধুর'।
পরিচালক বলেন, 'এই ছবিটি তিনটি মানুষের জীবনের কাহিনি নিয়ে তৈরি হয়েছে। প্রতিটি মানুষের জীবনের ভালবাসা কতটা গুরুত্বপূর্ণ, সেটাই দেখানো হয়েছে এই ছবিতে। আশা করছি 'শ্রুতিমধুর' দর্শকের ভাল লাগবে।'
পরিচালক প্রযোজক সপ্তাশ্ব বসু বলেন, ''নিও স্টুডিওস' থেকে নবাগত পরিচালক, অভিনেতাদের লঞ্চ করে অত্যন্ত ভাল লাগছে নিজের। প্রত্যেক অভিনেতা অভিনেত্রী দারুণ পারফর্ম করেছেন। দর্শকের ভাল লাগবে গল্পটা।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -