New Web Series: 'অবনী সেন এর ৭ নং কেস'-এর তারকাখচিত প্রিমিয়ার, রইল ছবি
এমএক্স প্লেয়ার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল নতুন ওয়েব সিরিজ 'অবনী সেন এর ৭নং কেস'। প্রিমিয়ারে বসল চাঁদের হাট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউট'-এ আয়োজন করা হয় প্রিমিয়ারের।
ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে দেখা গেছে দেবপ্রিয় মুখোপাধ্যায়কে। ডিটেকটিভ অবনী সেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
সিরিজে অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করেছেন যুধাজিৎ সরকার, বিবৃতি চট্টোপাধ্যায়, সুব্রত গুহ রায়, সৌম্য মজুমদার, কৌশিক গোস্বামী, দিশা ভট্টাচার্য, সুস্মিতা রায় এবং রজতাভ দত্ত।
সিরিজের প্রিমিয়ারে পরিচালক নীল নওয়াজ বলেন, 'এটা যতটা না গোয়েন্দা গল্প তার থেকে বেশি গোয়েন্দার গল্প!'
'রেডিমেড হিরোসুলভ গোয়েন্দা তো অনেক দেখলাম, এবার না হয় একটা গোয়েন্দার তৈরি হওয়ার সফরটা দেখি!'
নব্বইয়ের দশকের তাবড় গোয়েন্দা দক্ষিণারঞ্জন সেন। ছিঁচকে চোর থেকে দুঁদে হত্যাকারী, কেউই এড়িয়ে যেতে পারেনি দক্ষিণারঞ্জনের তদন্তকে। কিন্তু এই গল্প দক্ষিণারঞ্জনের নয়। এটা অবনীর গল্প। অবনী সেন।
দক্ষিণারঞ্জনের সুপুত্র কখনওই তাঁর যোগ্য উত্তরসূরি হতে পারেনি। কিন্তু ছোটবেলায় অবনী যখন তার ঠাম্মার কাছে দক্ষিণারঞ্জনের রোমাঞ্চকর সব গল্প শুনত, তখনই তার মাথায় গোয়েন্দা হওয়ার ভূত জাঁকিয়ে বসে।
বাবার নাম ভাঙিয়ে ৬টা কেসও সে পায়। কিন্তু কর্মদক্ষতা ও তীক্ষ্ণ বুদ্ধির অভাবে কোনও কেসেরই সে মীমাংসা করতে পারেনি। অগত্যা কেস পাওয়া বন্ধ।
অবনীর অন্তিম পরিণতি দেখতে চোখ রাখতে হবে 'অবনী সেন এর ৭ নং কেস'-এ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -