New Web Series: 'অবনী সেন এর ৭ নং কেস'-এর তারকাখচিত প্রিমিয়ার, রইল ছবি

Grand Premier: মুক্তি পেল অবনী সেন এর ৭ নম্বর কেস ওয়েব সিরিজ। গ্র্যান্ড প্রিমিয়ারে বসেছিল চাঁদের হাট। এটি গোয়েন্দা তৈরির গল্প।

গ্র্যান্ড প্রিমিয়ার

1/10
এমএক্স প্লেয়ার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল নতুন ওয়েব সিরিজ 'অবনী সেন এর ৭নং কেস'। প্রিমিয়ারে বসল চাঁদের হাট।
2/10
'সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউট'-এ আয়োজন করা হয় প্রিমিয়ারের।
3/10
ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে দেখা গেছে দেবপ্রিয় মুখোপাধ্যায়কে। ডিটেকটিভ অবনী সেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
4/10
সিরিজে অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করেছেন যুধাজিৎ সরকার, বিবৃতি চট্টোপাধ্যায়, সুব্রত গুহ রায়, সৌম্য মজুমদার, কৌশিক গোস্বামী, দিশা ভট্টাচার্য, সুস্মিতা রায় এবং রজতাভ দত্ত।
5/10
সিরিজের প্রিমিয়ারে পরিচালক নীল নওয়াজ বলেন, 'এটা যতটা না গোয়েন্দা গল্প তার থেকে বেশি গোয়েন্দার গল্প!'
6/10
'রেডিমেড হিরোসুলভ গোয়েন্দা তো অনেক দেখলাম, এবার না হয় একটা গোয়েন্দার তৈরি হওয়ার সফরটা দেখি!'
7/10
নব্বইয়ের দশকের তাবড় গোয়েন্দা দক্ষিণারঞ্জন সেন। ছিঁচকে চোর থেকে দুঁদে হত্যাকারী, কেউই এড়িয়ে যেতে পারেনি দক্ষিণারঞ্জনের তদন্তকে। কিন্তু এই গল্প দক্ষিণারঞ্জনের নয়। এটা অবনীর গল্প। অবনী সেন।
8/10
দক্ষিণারঞ্জনের সুপুত্র কখনওই তাঁর যোগ্য উত্তরসূরি হতে পারেনি। কিন্তু ছোটবেলায় অবনী যখন তার ঠাম্মার কাছে দক্ষিণারঞ্জনের রোমাঞ্চকর সব গল্প শুনত, তখনই তার মাথায় গোয়েন্দা হওয়ার ভূত জাঁকিয়ে বসে।
9/10
বাবার নাম ভাঙিয়ে ৬টা কেসও সে পায়। কিন্তু কর্মদক্ষতা ও তীক্ষ্ণ বুদ্ধির অভাবে কোনও কেসেরই সে মীমাংসা করতে পারেনি। অগত্যা কেস পাওয়া বন্ধ।
10/10
অবনীর অন্তিম পরিণতি দেখতে চোখ রাখতে হবে 'অবনী সেন এর ৭ নং কেস'-এ।
Sponsored Links by Taboola