New Web Series: শুরু হল নতুন ওয়েব সিরিজ 'গোয়েন্দা নন্দিনী'র শ্যুটিং

Goyenda Nandini: আসছে নতুন ওয়েব সিরিজ গোয়েন্দা নন্দিনী। শুভ মহরত হয়ে শুক্রবার শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে।

নতুন ওয়েব সিরিজ

1/9
সিরিজের কোরিওগ্রাফির দায়িত্ব নিয়েছেন বিশ্বজিৎ বর্মন।
2/9
'তাল্লাশ মিডিয়া এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে শুক্রবার থেকে শুরু হল, হীরক দাশগুপ্তের প্রযোজনায় ও প্রান্তিক গায়েনের পরিচালনায় 'গোয়েন্দা নন্দিনী'র শ্যুটিং।
3/9
বর্তমানে প্রায়ই খবরের কাগজে উঠে আসে বীমার বিপুল পরিমাণের টাকা আত্মসাতের খবর।
4/9
বীমার বা সরকারি টাকা আত্মসাৎ করার জন্য কিছু মানুষ তাদের প্রিয়জনকে মৃত বলে ঘোষণা করে, অথবা নিজেকেই মৃত বলে ঘোষণা করে বহু প্রতারক।
5/9
এমনই প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ। সৌমজ্যোতি ভদ্রর চিত্রনাট্য এটি।
6/9
এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে থাকছেন লিজা গোস্বামী। নন্দিনীর স্বামীর অভিনয় দেখা যাবে অভিরাজকে।
7/9
টেলি সিরিয়ালের পরিচিত মুখ প্রান্তিক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে অতনুর চরিত্রে।
8/9
ধারাবাহিকের অপর পরিচিত মুখ সুদীপ্ত চক্রবর্তী এই ওয়েব সিরিসে শ্যামলের স্ত্রী অর্থাৎ তানিয়ার ভূমিকায়।
9/9
প্রসূন গাইন থাকবেন শ্যামলের চরিত্রে।
Sponsored Links by Taboola