New Web Series: 'ক্লিক' ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন সিরিজ 'Wরং মিলান্তি'

Wrong Milanti: শিলিগুড়ির ছাপোষা ভাল ছেলে সূর্য। চাকরি করছে, ভাল টাকা আয় করছে, বাবা মাকে সুখে রাখছে। কিন্তু জীবনে তার একটাই সমস্যা, সে মেয়ে পাচ্ছে না বিয়ে করার মতো। তারপর?

আসছে 'রং মিলান্তি'

1/10
ফের এক নতুন ধরনের ওয়েব সিরিজ (Web Series) নিয়ে আসতে চলেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক' (Klikk)। সিরিজের নাম 'Wরং মিলান্তি' (Wrong Milanti)। এই সিরিজের কাহিনি, চিত্রনাট্য এবং পরিচালনার দায়িত্বে শুভাঞ্জন বসু।
2/10
শিলিগুড়ির ছাপোষা ভাল ছেলে সূর্য। চাকরি করছে, ভাল টাকা আয় করছে, বাবা মাকে সুখে রাখছে। কিন্তু জীবনে তার একটাই সমস্যা, সে মেয়ে পাচ্ছে না বিয়ে করার মতো। পাচ্ছে না বলাটা হয়তো ভুল কারণ এর আগে ৬৭টা বিয়ে বাতিল হয়েছে তার।
3/10
আর এই বিয়ে ভেস্তে দেওয়ার নেপথ্যে প্রধান কারিগর ওর বন্ধু শাওন। দুই বন্ধুর 'ব্যাচেলর' জীবন শেষ হয়ে যাওয়ার ভয়ে সে কিছুতেই বিয়ে করতে দিতে চায় না সূর্যকে। নিজেও কোনওদিন প্রেম করেনি। ঠিক করে নিয়েছে সূর্যকেও করতে দেবে না।
4/10
অন্যদিকে কার্শিয়াঙে তখন জাঁদরেল পুলিশ অফিসার কর্নেল সেনগুপ্ত কলকাতা থেকে ফিরিয়ে নিয়ে এনেছেন বড় মেয়ে হিয়াকে। বাবার কথায়, মেয়ে পড়াশোনার নাম করে গেছে তো গেছে আর ফেরার নাম নেই।
5/10
বিয়ের চিন্তা শুরু হয়েছে বাবার। একের পর এক ছেলে দেখছে আর একের পর এক ছেলেকে বাতিল করেই চলেছে হিয়া।
6/10
সবশেষে পাকা দেখা ঠিক হল সূর্য আর হিয়ার। কিন্তু হিয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই এই বিয়েটা করার। ওদিকে শাওন চেষ্টায় আছে কীভাবে ভাঙা যায় বিয়েটা।
7/10
বিয়ে ভাঙার তাল করে শাওন হিয়াকে নিয়ে আসে বাইরে একান্তে কথা বলতে। হিয়াকে শাসিয়ে দেয় বৌদি বলতে পারবে না। শাওন ওদের সঙ্গেই থাকবে। সূর্যর সঙ্গে মদ খেতে বসলে বাধা দেওয়া যাবে না। ঘুরতে যেতে হবে।
8/10
সূর্যের তখন মাথায় হাত - এই বিয়েটাও গেল! আর ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে হিয়া চেয়ে বসে একটা সিগারেট। আর রাজি হয়ে যায় বিয়েতে।
9/10
তার এমনই ইচ্ছে ছিল বন্ধুদের সঙ্গে থাকবে, ঘুরবে ফিরবে। এই বয়সে সংসার করার বিন্দুমাত্র ইচ্ছে নেই ওর।
10/10
তারপর হিয়া একের পর এক বলতে থাকে ওর জীবনের ইচ্ছে আর তখনই ভাগ্যের নির্মম পরিহাসে শাওন প্রেমে পড়ে যায় হিয়ার। তার জীবনের প্রথম প্রেম। এরপর?
Sponsored Links by Taboola