New Web Series: ভাদুড়িমশাই চিরঞ্জিতের গল্প বলবেন পরমব্রত, থাকছেন অনিন্দিতা, অর্ণ, গৌরব, সুরঙ্গনাও
Chiranjeet Chakraborty: পরমব্রতের দীর্ঘদিনের ইচ্ছা ছিল তিনি একটি মাইথোলজিক্যাল হরর ছবি তৈরি করবেন। এই সিরিজের হাত ধরেই সেই ইচ্ছা পূরণ করেন তিনি
পরমব্রতের দীর্ঘদিনের ইচ্ছা ছিল তিনি একটি মাইথোলজিক্যাল হরর ছবি তৈরি করবেন
1/7
পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee)-র পরিচালনায় ওয়েব সিরিজে আসছেন চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty) এই খবর তো ইতিমধ্যেই সবার জানা।
2/7
ভূতের ছবি তৈরি করলেও, পরমব্রত নিজে ভূতে বেজায় ভয় পান অবশ্য। এই ছবি এবার দর্শকদের কতটা ভয় দেখাতে পারে সেটাই দেখার
3/7
চিরঞ্জিত ছাড়াও এই সিরিজে রয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Banerjee), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), অনিন্দিতা বসু (Anindita Bose) ও অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukhopadhyay)।
4/7
এই ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে পরমব্রত বলেছিলেন, 'যাঁরা ইতিমধ্যেই সিরিজটি দেখে ফেলেছেন, তারা সবাই বলেছেন সিরিজটি বেশ জমাটি ও গা শিরশিরে।'
5/7
ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এই সিরিজের শ্যুটিং। আর আজ মুক্তি পেল এই সিরিজের ট্রেলার। ১০ নভেম্বর হইচই (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ।
6/7
১০ নভেম্বর মুক্তি পাবে পরমব্রত চট্টোপাধ্যায়ের এই সিরিজ।
7/7
এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে খুশি চিরঞ্জিতও। আজ, ছবির ট্রেলার মুক্তির জন্য বেছে নেওয়া হয়েছিল উত্তর কলকাতার বসুবাটিকে। হরর ছবির ট্রেলার মুক্তির জন্য আদর্শ স্থান বটে।
Published at : 30 Oct 2023 11:18 PM (IST)