Bollywood Wedding: কুর্তা ধরে টান শ্যালক-শ্যালিকাদের, গায়ে হলুদে হুল্লোড় আথিয়া-রাহুলের, প্রকাশ করলেন ‘সুখের’ মুহূর্ত

Athiya Shetty-KL Rahul Haldi Pics: ফের বলিউড এবং ক্রিকেটের যুগলবন্দি। সাতপাকে বাঁধা পড়েছেন আথিয়া শেট্টি এবং কে এল রাহুল। সামনে আসছে তাঁদের বিয়ের নানা মুহূর্ত।

ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

1/10
লোকচক্ষুর আড়ালে বললেও ভুল হয়। একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তায় সেরেছেন বিয়ে। হাত ফস্কে এদিক ওদিক ছবি চালাচালি পর্যন্ত হয়নি। নিজে থেকে ইনস্টাগ্রামে ছবি দেওয়ার পরই দেখতে পেয়েছেন সকলে।
2/10
তবে অনুরাগীদের একেবারে নিরাশ করতে নারাজ কেএল রাহুল এবং আথিয়া শেট্টি। তাই বিয়ে মিটে যেতেই একে একে ছবি প্রকাশ করতে শুরু করেছেন তাঁরা।
3/10
শুক্রবার আরও একগুচ্ছ ছবি সামনে আনলেন নবদম্পতি। গায়ে হলুদের অনুষ্ঠানে তোলা বিভিন্ন মুহূর্ত ধরা পড়েছে তাতে। ছবির ক্যাপশন, ‘সুখ’।
4/10
তবে এক জন তারকা ক্রিকেটার, আর অন্য জন গ্ল্যামার জগতের বাসিন্দা, তাঁদের বিয়ে আর পাঁচ জনের থেকে আলাদা হবে, তা বলা বাহুল্য।
5/10
পরিবার পরিজনের সঙ্গে তাই গায়ে হলুদে মেতে উঠেছিলেন রাহুল এবং আথিয়া। পরস্পরকে হলুদ মাখানো থেকে, খুনসুটি, কিছুই বাদ দেননি।
6/10
এমনকি একটি ছবিতে রাহুলের কুর্তাও প্রায় যায় যায় অবস্থা হয়েছিল। হলুদের প্রলেপে চেহারাই বোঝা যাচ্ছে না পর পর ছবিতে। দু’তরফেই একই অবস্থা।
7/10
সুনীল শেট্টি, তাঁর ছেলে আহান শেট্টি এবং পরিবারের সব সদস্য গায়ে হলুদে শামিল হয়েছিলেন। একটি ছবিতে আহানকে হলুদ মাখিয়ে দিতে দেখা গিয়েছে আথিয়াকে। সকলের পরনেই ছিল সাবেকি পোশাক।
8/10
গায়ে হলুদের জন্য সাদা চিকনের কুর্তা বেছে নিয়েছিলেন রাহুল। আথিয়ার পরনে ছিল ক্রিম রংয়ে লেহঙ্গা। মাথায় টিকলি, আর কানে দুল ছাড়া কোনও গয়না পরেননি কোনও।
9/10
বেশ কয়েক বছরের সম্পর্ক রাহুল এবং আথিয়ার। সে ভাবে কখনও রাখঢাক করেননি তাঁরা। আবার প্রকাশ্যে আবেগঘন হতেও দেখা যায়নি কখনও। আজ না হয় কাল, পরস্পরকেই যে বিয়ে করবেন, তা যদিও বোঝা গিয়েছিল।
10/10
সেই মতোই বিয়ে সেরেছেন তাঁরা। বলিউডের তাবড় তারকাদের সঙ্গে ওঠাবসা থাকলেও, মেয়ের বিয়ে নিয়ে কোনও রকম হইচই চাননি সুনীল। তাই খান্ডালায় ফার্মহাউসে, লোকচক্ষুর আড়ালেই আচার-অনুষ্ঠান হয়। তবে মুম্বইয়ে পরে রিসেপশন হবে বলে শোনা যাচ্ছে।
Sponsored Links by Taboola