Sidharth-Kiara: মুম্বইয়ে ক্যামেরাবন্দি নবদম্পতি সিদ্ধার্থ-কিয়ারা, রইল ছবি
সদ্য বিয়ে সেরেছেন বলিউডের হিট জুটি সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজস্থানে বিয়ে সেরেই পাড়ি দিয়েছিলেন দিল্লির উদ্দেশে। সিদ্ধার্থের বাড়ি সেখানেই।
এরপর দিল্লি থেকে পৌঁছলেন মুম্বই। বিমানবন্দরে হলেন ক্যামেরাবন্দি।
উজ্জ্বল হলুদ রঙের চুড়িদার পরে, মুখে চওড়া হাসি নিয়ে ঝলমল করছিলেন কিয়ারা।
সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র, হাতে এখনও স্পষ্ট বিয়ের মেহেন্দি। শক্ত করে ধরেছেন সিদ্ধার্থের হাত।
অন্যদিকে সাদা পাজামা পাঞ্জাবীতে নতুন বরও নজরকাড়া। স্ত্রীয়ের হাত এক মুহূর্তের জন্যও ছাড়ছেন না।
পাপারাৎজিদের জন্য পোজ দিতে গিয়ে চলল নবদম্পতির খুনসুটিও।
মুম্বইয়ে তাঁদের রিসেপশন হতে চলেছে বলে খবর। উপস্থিত থাকবেন বলিউডের একাধিক তারকা।
গত ৭ ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড় প্যালেসে রাজকীয় ঢঙে সাত পাকে বাঁধা পড়েন সিড-কি।
গতকাল প্রকাশ্যে এসেছে তাঁদের মালাবদলের স্বপ্নিল ভিডিও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -