Bipasha Basu: সংসারে ‘দেবী’র আগমন, মেয়েকে বাড়ি নিয়ে এলেন বিপাশা-কর্ণ

Karan Singh Grover: সম্পর্ক টিকবে না বলে ধরেই নিয়েছিলেন অনেকে। কিন্তু শত্তুরের মুখে ছাই দিয়ে দিব্যি সংসার করছেন বিপাশা এবং কর্ণ।

বিপাশা-কর্ণের সংসারে নতুন সদস্য।

1/10
দীর্ঘমেয়াদি সম্পর্কে ভেঙে যাওয়ার পর কোনওক্রমে নিজেকে গুছিয়ে নিচ্ছিলেন একজন। অন্য জন একের পর এক সম্পর্কে জড়ানোর জন্য় বয়ে বেড়াচ্ছিলেন ক্যাসানোভা তকমা।
2/10
তাই আপাতদৃষ্টিতে বিপরীত মেরুর বাসিন্দা দুই তারকা সম্পর্কে জড়িয়েছেন শুনে নাক সিঁটকেছিলেন অনেকেই। শুধু একাধিক সম্পর্কে জড়ানোওই নয়, কর্ণ সিংহ গ্রোভারের গায়ে সেঁটে ছিল ‘দোজবর’ তকমাও।
3/10
কিন্তু লোকের কথা কোনও কালেই কানে তোলেননি বঙ্গতনয়া বিপাশা বসু। বরং নিজের শর্তেই জীবন উপভোগ করেছেন। তাই কর্ণকে নিয়ে নয় নয় করে ছয় বছরের বিবাহজীবন কাটিয়ে দিলেন।
4/10
শুধু তাই নয়, এ বার তাঁদের সংসারে নতুন সদস্যের আগমনও ঘটল। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বিপাশা। তাতে তাঁদের সম্পর্ক আরও পূর্ণতা পেল বলে মনে করছেন শুভাকাঙ্খীরা।
5/10
গত শনিবার মুম্বইয়ের হাসপাতালে কন্য়াসন্তানের জন্ম দেন বিপাশা। তার পর থেকে হাসপাতালে চিকিৎসকদের নজরদারিতে ছিলেন তিনি।
6/10
তবে মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বিপাশা এবং তাঁর মেয়ে। কর্ণ নিজে তাঁদের আনতে গিয়েছিলেন হাসপাতাল থেকে। সদ্যোজাতকে নিয়ে পাপারাৎজিদের সামনে হাসিমুখে ধরাও দেন দু’জনে।
7/10
বিপাশা এবং কর্ণ মেয়ের নাম রেখেছেন দেবী। শনিবার সন্তান জন্ম নেওয়ার পর পরই সোশ্যাল মিডিয়ায় নাম প্রকাশ করে দেন তাঁরা।
8/10
সদ্যোজাতর দুই পায়ের ছবি পোস্ট করে বিপাশা এবং কর্ণ লেখেন, ‘দেবী বসু সিংহ গ্রোভার। মায়ের ভালবাসা এবং আশীর্বাদ সশরীরে, ঐশ্বরিক রূপে আবির্ভূত’।
9/10
মঙ্গলবার সকালে বাড়ির নিচে পাপারাৎজিদের ক্য়ামেরায় ধরা দেন বিপাশা, কর্ণ এবং দেবী। তোয়ালেতে মুড়ো মেয়েকে কোলে নিয়ে দেখা যায় বিপাশাকে। পরনে ছিল সাদা-কালো মিডি ড্রেস এবং রোদচশমা।
10/10
কর্ণকেও বরাবরের মতো কুল অ্যান্ড ক্যাজুয়াল লুকেই দেখা যায়। গর্বাবস্থায় দীর্ঘ সময় বিছানা থেকে নামতে পারেননি বলে জানিয়েছিলেন বিপাশা। সেই সময় কর্ণ সবসময় পাশে ছিলেন বলে জানান তিনি।
Sponsored Links by Taboola