Nora Fatehi: হালকা গোলাপি পোশাকে মোহময়ী নোরা, রিয়েলিটি শোয়ের সেটে ছবির বন্যা

Nora Fatehi in Mumbai: নোরা ফতেহিকে একটি ডান্স রিয়েলিটি শোয়ের সেটে দেখতে পাওয়া গিয়েছে। হালকা গোলাপি পোশাকে অপরূপা বলিউড ডিভা।

হালকা গোলাপি পোশাকে মোহময়ী নোরা, রিয়েলিটি শোয়ের সেটে ছবির বন্যা

1/10
নোরা ফতেহিকে একটি ডান্স রিয়েলিটি শোয়ের সেটে দেখতে পাওয়া গিয়েছে। হালকা গোলাপি পোশাকে অপরূপা বলিউড ডিভা।
2/10
বলিউডে শুধুই আইটেম ডান্সার হিসেবেই নয়, অভিনেত্রী হিসেবেও ডেবিউ করে ফেলেছেন নোরা ফতেহি।
3/10
বলিউড ছবি দ্য টাইগারস অব দ্য সুন্দরবনস-এ অভিনয়ের মাধ্যমে তার অভিষেক ঘটে।
4/10
এরপর পুরী জগন্নাথের তেলেগু ছবি টেম্পারে একটি আইটেম গানে পারফর্ম করেন।২০১৫ সালে ইমরান হাশমির মিস্টার এক্স ছবিতে অভিনয় করেন।
5/10
এখানেই শেষ নয়, ২০১৫ সালে তিনি বিগবসে প্রতিযোগী ছিলেন, ৮৪ তম দিনে প্রতিযোগীতা থেকে বিদায় নেন।
6/10
এবার খুব শীঘ্রই তাঁকে দেখতে পাওয়া যাবে অভিনেত্রী রূপে দক্ষিণী ছবিতে।
7/10
সাম্প্রতিককালে ফিফা বিশ্বকাপের কারণে খবরের শীর্ষে এসেছিলেন তিনি।
8/10
মূলত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থিম সং-এ ডান্স পারফরমেন্স করতে দেখা গিয়েছিল তাঁকে।
9/10
বিশ্বকাপের ক্লোজিং সেরিমনিতেও নোরাকে একই সঙ্গে গানও নাচে অংশ নিতে দেখা গিয়েছিল। আর্জেন্তিনার ভক্তরা তাঁকে অনেক ভালবাসা জানিয়েছেন।
10/10
তবে জন্মসূত্রে কানাডিয়ান হলেও, ইতিমধ্যেই তামাম ভারতবাসীর হৃদয় ছুয়ে ফেলেছেন তিনি।
Sponsored Links by Taboola