Nora Fatehi: হালকা গোলাপি পোশাকে মোহময়ী নোরা, রিয়েলিটি শোয়ের সেটে ছবির বন্যা
নোরা ফতেহিকে একটি ডান্স রিয়েলিটি শোয়ের সেটে দেখতে পাওয়া গিয়েছে। হালকা গোলাপি পোশাকে অপরূপা বলিউড ডিভা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউডে শুধুই আইটেম ডান্সার হিসেবেই নয়, অভিনেত্রী হিসেবেও ডেবিউ করে ফেলেছেন নোরা ফতেহি।
বলিউড ছবি দ্য টাইগারস অব দ্য সুন্দরবনস-এ অভিনয়ের মাধ্যমে তার অভিষেক ঘটে।
এরপর পুরী জগন্নাথের তেলেগু ছবি টেম্পারে একটি আইটেম গানে পারফর্ম করেন।২০১৫ সালে ইমরান হাশমির মিস্টার এক্স ছবিতে অভিনয় করেন।
এখানেই শেষ নয়, ২০১৫ সালে তিনি বিগবসে প্রতিযোগী ছিলেন, ৮৪ তম দিনে প্রতিযোগীতা থেকে বিদায় নেন।
এবার খুব শীঘ্রই তাঁকে দেখতে পাওয়া যাবে অভিনেত্রী রূপে দক্ষিণী ছবিতে।
সাম্প্রতিককালে ফিফা বিশ্বকাপের কারণে খবরের শীর্ষে এসেছিলেন তিনি।
মূলত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থিম সং-এ ডান্স পারফরমেন্স করতে দেখা গিয়েছিল তাঁকে।
বিশ্বকাপের ক্লোজিং সেরিমনিতেও নোরাকে একই সঙ্গে গানও নাচে অংশ নিতে দেখা গিয়েছিল। আর্জেন্তিনার ভক্তরা তাঁকে অনেক ভালবাসা জানিয়েছেন।
তবে জন্মসূত্রে কানাডিয়ান হলেও, ইতিমধ্যেই তামাম ভারতবাসীর হৃদয় ছুয়ে ফেলেছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -