Nora Fatehi: অভিনয় পেশা! মেনে নিয়ে পারেনি পরিবার, বাড়ি থেকে পালিয়ে মুম্বই আসেন নোরা
নোরা ফতেহি
1/10
পূর্বসূরীর সঙ্গে বলিউড কেন অভিনয়েরও যোগ ছিল না কখনও। কেবল অভিনয়ের টানেই মাত্র ৫ হাজার টাকা নিয়ে মায়ানগরীতে পা রেখেছিলেন এই লাস্যময়ী অভিনেত্রী।
2/10
কাস্টিং ডিরেক্টরের অফিস থেকে বেরিয়ে আসতে হয়েছে কাঁদতে কাঁদতে, সহ্য করতে হয়েছে অনেক অপমান। ৬ বছরেরও বেশি সময়ের লড়াইয়ের পর আজ সাফল্যের মুখ দেখেছেন তিনি।
3/10
এখন ছবিতে তাঁর একটা ঝলক অন্তত রাখতে চান অনেক পরিচালক-প্রযোজক। তিনি নোরা ফতেহি (Nora Fatehi)। বলিউডের অন্যতম ডান্স ডিভা ও অভিনেত্রী।
4/10
বলিউডের অন্যতম ডান্স ডিভা নোরা। তাঁর নতুন ভিডিও মুহূর্তে ভাইরাল হয়। তবে নোরার জনপ্রিয়তা পাওয়ার পথটা সহজ ছিল না। করিনা কপূরের সঙ্গে খোলামেলা আড্ডায় একদা নিজের কাজের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন নোরা।
5/10
জীবনে অনেকের কাছেই আঘাত পেয়েছেন তিনি। অনেকেই চরম অপমান করেছেন তাঁকে। তাতে মনের উপর দিয়ে কী ঝড় ঝাপটা গিয়েছিল, তা নিয়ে বরাবরই অকপট নোরা। কিন্তু দুর্ব্যবহারকারীর নাম কখনও খোলসা করেননি ডান্স ডিভা। এ ক্ষেত্রেও তার ব্যাতিক্রম হয়নি।
6/10
কেবল মায়ানগরীর লড়াই নয়, অভিনয়ের রাস্তায় হাঁটার জন্য বাড়ি থেকেও সমর্থন পাননি নোরা। তিনি জানিয়েছেন, বাড়ির মেয়ে সিনেমায় কাজ করবে, ব্যাপারটা কখনও মেনেই নিতে পারেনি তাঁর পরিবার।
7/10
কিন্তু রুপোলি পর্দার হাতছানি এড়াতে পারেননি নোরা। তাই একরকম পালিয়েই এসেছিলেন মুম্বইয়ে।
8/10
আস্থা ছিল নিজের ওপর। নোরা ভেবেছিলেন কাজ যোগাড় করে ফেলবেন অবশ্যই। নোরার হাতে তখন সম্বল বলতে মাত্র ৫ হাজার টাকা।
9/10
'রোয়ার: দ্য টাইগার্স অব দ্য সুন্দরবনস' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন নোরা। পুরী জগন্নাথের তেলুগু চলচ্চিত্র 'টেম্পার'- এ একটি আইটেম গানে নাচ করেন তিনি।
10/10
এরপর 'বিগ বস' ও 'ঝলক দিখ লা জা'-শো-এ অংশ নিয়েছিলেন নোরা। বর্তমানে 'কুসু কুসু' থেকে শুরু করে তাঁর নতুন মিউজিক ভিডিও 'নাচ মেরি রানি' দর্শকদের মন কেড়েছে।
Published at : 11 Feb 2022 06:36 PM (IST)