Tamannaah-Vijay: তমন্না-বিজয় প্রথম নন, বিচ্ছেদের পরেও প্রাক্তনকে ভুলতে পারেননি একাধিক বলিউড তারকা!

সম্প্রতি খবর ছড়িয়ে পড়েছে, ২ বছর সম্পর্কে থাকার পরে বিচ্ছেদের পথে হেঁটেছেন তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia) ও বিজয় বর্মা (Vijay Varma)। যদিও এই সম্পর্ক নিয়ে নিজেদের মুখে কিছু বলেননি তাঁরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
জানা গিয়েছে, সম্পর্কে বিচ্ছেদ হলেও, তাঁরা নাকি নিজেদের বন্ধুত্ব বজায় রাখতে চান। একে অপরের প্রতি সম্মানের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

তবে কেবল তমন্না ও বিজয় নয়, সম্পর্কে বিচ্ছেদের পরেও বন্ধুত্ব বজায় রেখেছে অনেক বলিউড তারকারাই। তাঁরা কারা? দেখে নেওয়া যাক এক নজরে।
'ব্যান্ড বাজা বারাত'-এ কাজ করার সময় সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর সিংহ (Ranveer Singh) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। খুব কম সময়ের জন্য হলেও, তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে সেই সম্পর্ক স্থায়ী হয়নি। সম্পর্ক ভেঙে যাওয়ার পরে রণবীর ও অনুষ্কার মধ্যে সাময়িকভাবে কথা বন্ধ হয়ে গিয়েছিল।
তবে 'দিল ধড়কনে দো' ছবিতে ফের একসঙ্গে কাজ করেন অনুষ্কা ও রণবীর। কিন্তু পর্দায় তাঁদের দেখলে কে বলবে, তাঁদের মধ্যে দীর্ঘদিন কথা হয়নি! এই ছবির পর থেকেই ফের বন্ধুত্ব গড়ে ওঠে অনুষ্কা আর রণবীরের। তাঁরা বিভিন্ন সাক্ষাৎকারে একে অপরকে বিশেষ বন্ধু বলেই দাবি করে এসেছেন।
২০১৬ সালে, নিজেদের ১৮ বছরের বিয়ে ভেঙে বেরিয়ে আসেন মালাইকা অরোরা ও আরবাজ খান। সেই সময়ে অর্জুন কপূরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। পরবর্তীতে নতুন জীবন শুরু করেন আরবাজ খানও। তবে এই দুই তারকার মধ্যে এখনও বন্ধুত্ব বজায় রয়েছে। তাঁরা একে অপরের সঙ্গে কথা বলেন। যোগাযোগ রাখেন। ছেলেও মা ও বাবার কাছে মিলিয়ে মিশিয়েই থাকে।
২০১৫ সালে নিজেদের বৈবাহিক সম্পর্কে ইতি টানেন কল্কি কোয়েচলিন ও অনুরাগ কশ্যপ। তবে এই প্রাক্তন দম্পতির মধ্যে সম্পর্ক বজায় রয়েছে। অনুরাগ কশ্যপের মেয়ের বিয়েতেও আমন্ত্রিত ছিলেন কল্কি। তাঁদের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রয়েছে।
বিয়ে ভাঙার পরেও যদি সম্পর্ক রাখারই কথা ওঠে, তবে সেখানে আমির খান (Aamir Khan) ও কিরণ রাও (Kiran Rao)-এর নাম থাকবেই। সদ্যই তাঁরা বিবাহে বিচ্ছেদের ঘোষণা করেছেন। তবে তারপরেও একসঙ্গে কাজ করা থেকে শুরু করে বিভিন্ন মঞ্চে একসঙ্গে উপস্থিতি, এমনকি পাশাপাশি জন্মদিন উদযাপনেও দেখা গিয়েছে আমির খান ও কিরণ রাওকে। বন্ধুত্বই তাঁদের সম্পর্কের মূল ভিত্তি বলে মনে করেন আমির-কিরণ।
বলিউডে আরও এক তারকা প্রাক্তন দম্পতি রয়েছেন, যাঁরা বিবাহ বিচ্ছেদের পরেও স্বাভাবিক রেখেছেন তাঁদের সম্পর্ক। তাঁরা হৃতিক রোশন ও সুজ়ান খান। তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে দীর্ঘদিনই, কিন্তু তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এমনকি ছেলেদের নিয়ে একসঙ্গে ঘুরতেও যান তাঁরা।
হৃতিক রোশন ও সুজ়ান খান বর্তমানে ব্যস্ত নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে। হৃতিক ও সুজান দুজনেরই প্রেমিকা ও প্রেমিক রয়েছেন। কিন্তু তাঁরা চার জন একসঙ্গেও বিভিন্ন পার্টিতে যান। বন্ধুত্ব না থাকলে এই সম্পর্কের সাবলীল ভাব কখনও সম্ভব নয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -