Nusrat Jahan on social media: তসর রঙের শাড়ি, কপালে টিপ, খোলা চুলে অচেনা নুসরত জাহান
পাশ্চাত্য পোশাক নয়, একেবারে ভারতীয় নারীর সাজে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন তৃণমূল সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। ক্যাপশানে রইল তার চিরপরিচিত 'পজিটিভিটি'-র কথা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনুসরতের ঠিকানা আপাতত দিল্লি। সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে গিয়েছেন তিনি। তবে কেবল নুসরত নয়, সংসদের অধিবেশনে যোগ দিতে দিল্লি গিয়েছেন মিমিও।
আজ সোশ্যাল মিডিয়ায় নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করে নেন নুসরত জাহান। সেখানে তাঁকে দেখা যায় একেবারে বাঙালি সাজে। কালো পাড়ের তসর রঙের শাড়িতে নজর কাড়ছেন নুসরত।
শাড়ির সঙ্গে মানানসই ফুলহাতা কালো ব্লাউজ তাঁর স্টাইল স্টেটমেন্টে আলাদা মাত্রা যোগ করেছে নুসরতের। কপালের টিপ বাড়িয়েছে তাঁর লালিত্য আর মাধুর্য্য।
আনমনে অন্যদিকে তাকিয়ে আছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাগ করে নেন তিনি। তাঁর এই ছবি দেখে মজেছেন অনুরাগীরাও। কমেন্ট বক্সে ভালোবাসা ও প্রশংসা উপচে দিয়েছেন তাঁরা।
নিজের ব্যক্তিগত ও পর্দার জীবন নিয়ে আপাতত ব্যস্ত নুসরত জাহান। নুসরত জাহান ও নিখিল জৈন মামলার রায় বের হওয়ার ঠিক পরেরদিনই নতুন ছবি 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি'-র মহরতে হাজির হয়েছিলেন নুসরত। সঙ্গী? তাঁর রিল ও রিয়েল লাইফ সঙ্গী যশ দাশগুপ্ত।
নীল ডেনিমের সঙ্গে সাদা শার্ট পরেছিলেন যশ। সঙ্গে হালকা আকাশি সালোয়ার কামিজের সঙ্গে প্রিন্টেড ওড়না নিয়েছিলেন নুসরত। খোলা চুলে তাঁকে যথারীতি মোহময়ী দেখাচ্ছিল।
যশের হাতে হাত রেখে ঘরে ঢুকলেন তিনি। ঘরে ততক্ষণে উপস্থিত হয়ে গিয়েছেন শিলাদিত্য মৌলিক। তাঁর পাশে নুসরতকে নিয়ে পুজোয় বসলেন যশ। হাত জোড় করে মন্ত্রপাঠ করলেন, তার মধ্যেই একে অপরের সঙ্গে কথা বলে হেসেও ফেললেন অল্প। কেবল পর্দায় নয়, বাস্তবেও তাঁদের জুটির রসায়ন নজর কাড়ল উপস্থিত প্রত্যেকের।
পুজো চলতে চলতেই পুষ্পাঞ্জলির সময় এল। ফুলের থানা হাতে নিয়ে সবার হাতে ফুল তুলে দিলেন যশ নিজে। তবে অবশ্যই সবার প্রথম ফুলটা তুলে দিলেন নুসরতের হাতে। নুসরত জাহান। যিনি বিতর্কের তোয়াক্কা করেননি কখনোই। তাঁর সেই মেজাজ দেখা গেল মহরতের পুজোতেও। যশের পাশে বসে নিয়ম মেনে অঞ্জলি দিলেন তিনি। এমনকি প্রণামীর টাকাও নিজের মানিব্যাগ থেকে বের করে নুসরতের দিতে এগিয়ে দিলেন যশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -