Nusrat Jahan: শুধুই ওয়েস্টার্ন নয়, শাড়ি লুকেও কতটা আকর্ষণীয় নুসরত? দেখুন খালি ছবিগুলো

নুসরত জাহান

1/10
টলিউড অভিনেত্রী নুসরত জাহান। বাংলা ছবির জগতের অত্যন্ত পরিচিত মুখ।
2/10
পরিচালক রাজ চক্রবর্তীর 'শত্রু' ছবি দিয়ে টলিউডে আত্মপ্রকাশ হয় নুসরতের। বিপরীতে দেখা যায় টলিউড সুপারস্টার জিৎকে।
3/10
পর্দায় কখনও তাঁকে জুটি বাঁধতে দেখা গিয়েছে জিতের সঙ্গে। কখনও আবার দেবের সঙ্গে। কখনও অঙ্কুশ কিংবা আবীরের সঙ্গে।
4/10
পেশাগত জীবনের পাশাপাশি তাঁর ব্য়ক্তিগত জীবনও থাকে চর্চায়। নুসরত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহের অভাব নেই।
5/10
২০১৯ সালে তুরস্কে গিয়ে বিয়ে করেন নুসরত। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
6/10
কিন্তু বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সেই বিয়ে ভাঙে। পরবর্তীকালে অভিনেত্রী দাবি করেন যে, তাঁদের সেই বিয়ে আইনত ছিল না।
7/10
ফের সম্পর্কে জড়ান নুসরত জাহান। টলিউড অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে তাঁর সম্পর্কের কথা শোনা যেতে থাকে।
8/10
২০২১ সালে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। তারপরই তাঁর সন্তানের বাবা হিসেবে যশের নাম নেন তিনি।
9/10
ব্য়ক্তিগত জীবনের ওঠাপড়ার মাঝেই কাজ চালিয়ে গিয়েছেন নুসরত জাহান। একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন।
10/10
সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন নুসরত। যশের সঙ্গে বেড়াতে যাওয়ার ছবি থেকে ছবির প্রচারের নানা ক্যামেরাবন্দি মুহূর্ত তুলে ধরেন সেখানে।
Sponsored Links by Taboola