Oindrila Ankush: অঙ্কুশ নয়, ডেবিউ ওয়েব সিরিজে ঐন্দ্রিলার বিপরীতে অন্য নায়ক
Oindrila Ankush: সদ্য মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার। সেখানে দেখা গিয়েছে ঐন্দ্রিলা, সৌরভ ও সাহেবকে। সদ্য একগুচ্ছ নতুন ছবি ও সিনেমার ঘোষণা করেছে জিফাইভ। তার মধ্যে শ্বেতকালী অন্যতম।
অঙ্কুশ নয়, ডেবিউ ওয়েব সিরিজে ঐন্দ্রিলার বিপরীতে অন্য নায়ক
1/10
শ্যুটিং হয়েছিল বছরের শুরুতেই। আর এবার মুক্তি পেল সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty), ঐন্দ্রিলা সেন (Oindrila Sen), সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharyya)-র অভিনীত 'শ্বেতকালী' ওয়েব সিরিজের পোস্টার।
2/10
জিফাইভের (Zee Five) ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। এই ছবির হাত ধরে ওয়েব সিরিজে ঐন্দ্রিলার ডেবিউ হচ্ছে।
3/10
জি ৫-এর নতুন ওয়েব সিরিজ 'শ্বেত কালী'-তে অভিনয় করছেন সৌরভ। সানি ঘোষ পরিচালিত রহস্য রোমাঞ্চ এই সিরিজে একটি পরিবারের গল্প বলবে।
4/10
কিন্তু শুধুই পরিবার নয়, সেই পরিবারের সঙ্গে জড়িয়ে থাকবে অতিপ্রাকৃত সব ঘটনা। পুরনো বাড়ির দেওয়াল ভেঙে বেরিয়ে আসা একটা সাদা কালীমূর্তিকে ঘিরেই মোড় ঘুরবে গল্পের।
5/10
কেবল সৌরভ নয়, সানির ওয়েব সিরিজে অভিনয় করছেন টলিউডের এই প্রজন্মের এক ঝাঁক তারকা। সাহেব ভট্টাচার্য, সমদর্শী দত্ত, দেবলীনা কুমার, ঐন্দ্রিলা সেনের মতো তারকারা।
6/10
তবে কেবল এখনকার তারকারা নয়, ওয়েব সিরিজে দেখা যাবে অরিন্দম গঙ্গোপাধ্যায়, দেবদূত ঘোষ, রানা বসু ঠাকুরের মত অভিনেতাদেরও।
7/10
সদ্য মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার। সেখানে দেখা গিয়েছে ঐন্দ্রিলা, সৌরভ ও সাহেবকে। পোস্টারে ৩ জনের মুখেই চিন্তার ছাপ। সদ্য একগুচ্ছ নতুন ছবি ও সিনেমার ঘোষণা করেছে জিফাইভ। তার মধ্যে 'শ্বেতকালী' অন্যতম।
8/10
ভূতের ভবিষ্যত' ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন সমদর্শী। তারপর দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি তাঁকে। কিন্তু ফের কাজ শুরু করেছেন তিনি। ইতিমধ্যেই বেশ কিছু কাজ সেরে ফেলেছেন।
9/10
অন্যদিকে এই ছবিতে রয়েছেন ঈন্দ্রিলা সেনও। আপাতত টলিউডের ব্যস্ত নায়িকা তিনিও। সম্প্রতি বেশ কিছুটা ওজন ঝরিয়েছেন তিনি। একাধিক ছবির কাজ রয়েছে তার হাতে।
10/10
শ্রীরামপুর রাজবাড়িতে ছবির শ্যুটিং হয়েছে। আগামী বছরেই মুক্তি পাবে এই সিরিজ।
Published at : 14 Dec 2022 01:56 PM (IST)