Shahid Kapoor: 'জার্সি' মুক্তির আগে ফুরফুরে মেজাজে ফোটোশ্যুটে ব্যস্ত শাহিদ কপূর
আর একদিন পরই মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি 'জার্সি'। তার আগে ফুরফুরে মেজাজে ফোটোশ্যুটে দেখা গেল বলিউড অভিনেতা শাহিদ কপূরকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে ফোটোশ্যুটের বেশ কিছু ছবি পোস্ট করেছেন শাহিদ কপূর। যেখানে তাঁকে জিনসের সঙ্গে একটু অন্য ধরনের শার্টে দেখা যাচ্ছে।
করোনা পরিস্থিতিতে বেশ কয়েকবার 'জার্সি' ছবির মুক্তির দিন পিছিয়ে গিয়েছে। অবশেষে আগামীকাল মুক্তি পেতে চলেছে এই ছবি।
'জার্সি' প্রযোজক আমন গিলের বক্তব্য অনুযায়ী জানা যায়, ছবি মুক্তির আগেই আইনি সমস্যায় পড়ে এই ছবি। রজনীশ জয়সওয়াল নামে এক ব্যক্তি দাবি করেন যে, 'জার্সি' নির্মাতারা তাঁর স্ক্রিপ্ট চুরি করেছেন।
আইনি সমস্যার কারণেই মুক্তি পিছিয়ে যায় এই ছবির। যদিও বম্বে হাইকোর্ট সম্প্রতি 'জার্সি' নির্মাতাদের পক্ষেই রায় দিয়েছে। আর তারপরই ঘোষণা করা হয় যে ২২ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।
'জার্সি' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহিদ কপূর, ম্রুণাল ঠাকুরকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পঙ্কজ কপূরকে। জাতীয় পুরস্কার জয়ী তেলুগু ছবি 'জার্সি'র অফিশিয়াল রিমেক শাহিদ কপূরের 'জার্সি'।
গত বছর ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু করোনা পরিস্থিতির আচমকা বৃদ্ধির কারণে যখন দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হল বন্ধ রাখা হচ্ছে, তখন এই ছবির মুক্তি স্থগিত হয়ে যায়। পরবর্তীকালে জানা যায়, ১৪ এপ্রিল মুক্তি পাবে 'জার্সি'।
কিন্তু ১৪ এপ্রিল মুক্তির দিন নির্ধারিত হলেও তার তিনদিন আগেই ঘোষণা হয় ফের পিছিয়ে যাচ্ছে এই ছবির মুক্তি। এবার সামনে আসে অন্য কারণ। ১৪ এপ্রিল মুক্তির দিন নির্ধারিত হয়েছিল 'কেজিএফ চ্যাপ্টার টু' ছবির। বক্স অফিসে এই ছবির সঙ্গে টক্করে না যাওয়ার জন্যই পিছিয়ে যায় জার্সির মুক্তি। জানা যায় এমনটাই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -