Sketch Comedy Series: বাংলায় প্রথম স্কেচ কমেডি সিরিজ নিয়ে আসছে 'ক্লিক', মুক্তির অপেক্ষায় 'নাটক করিস না তো'!
বাংলা ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক' প্রায়ই কোনও না কোনও অভিনব প্রচেষ্টা নিয়ে আসেন। ফের তেমনই নতুন ভাবনা নিয়ে হাজির হচ্ছে 'ক্লিক'। বাংলা ভাষায় প্রথম স্কেচ কমেডি সিরিজ নিয়ে আসছে এই ওটিটি প্ল্যাটফর্ম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্লিক ওটিটি প্ল্যাটফর্ম সর্বদাই অভিনব কিছু প্রস্তুত করে এসেছে দর্শকদের জন্যে। এই প্রথমবার তারা নিয়ে এলেন বাংলা ভাষার স্কেচ কমেডি সিরিজ, নাম 'নাটক করিস না তো'।
পাঁচ পর্বের এই সিরিজের প্রতিটি এপিসোডে থাকবে তিনটি করে স্কেচ কমেডি, অর্থাৎ মোট পনেরোটি স্কেচ।
থিয়েটার অর্থাৎ নাটকের আঙ্গিকে তৈরি এই সিরিজের একাধিক চরিত্রে অভিনয় করছেন দেবরাজ ভট্টাচার্য, আভেরী সিংহ রায়, অনুজয় চট্টোপাধ্যায়, সবুজ বর্ধন, শাশ্বতী সিনহা প্রমুখ।
এঁরা প্রত্যেকেই মূলত বিভিন্ন বাংলা থিয়েটার দলের অভিনেতা। থিয়েটার ছাড়াও এঁদের অনেকেই ওয়েব সিরিজ ও বড়পর্দার জনপ্রিয় মুখ।
সিরিজটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন শান্তনু চট্টোপাধ্যায়। কয়েকটি স্কেচের ক্ষেত্রে সহকারি লেখক হিসেবে কাজ করেছেন সাগ্নিক বসু ও শিলাদিত্য চট্টোপাধ্যায়।
সিরিজটি রচনা ও পরিচালনা করছেন সৌমিত দেব। 'নাটক করিস না তো!' আসছে এই আগস্ট মাসেই। আজ মুক্তি পেল সিরিজের পোস্টার।
এই সিরিজে, বেশীরভাগ ক্ষেত্রেই বিভিন্ন ছবির নামের স্পুফের মাধ্যমে মজা করার চেষ্টা করা হয়েছে স্কেচগুলিতে।
নামের সঙ্গে নাম মিলিয়ে আবহমান ঘটনাকে তুলে আনা হয়েছে। সঙ্গে রয়েছে আলাদিনের আশ্চর্য প্রদীপ, লালকমল নীলকমলের মতো কিছু রূপকথার গল্পও।
পনেরোটি স্কেচে মূলত আমাদের চারপাশের চলা জীবনের প্রতিচ্ছবিকে তুলে ধরা হয়েছে কমেডির মাধ্যমে। তা সে প্রেম হোক, বা সমাজ, রাজনীতি হোক বা আর্থসামাজিক ব্যবস্থা বা নিছক আনন্দ। এই সবকিছুর মিশেলেই এক হুল্লোড়ময় উপস্থাপনা 'নাটক করিস না তো'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -