Relationship Tips: সবকিছুর দায় চাপে ঘাড়ে, অপরাধ বোধে ভুগতে থাকি আমরা, এই লক্ষণগুলি দেখলে সম্পর্ক নিয়ে সতর্ক হোন
হাতে হাত রাখার মানুষ পেলেই, জীবন সোজাপথে চলবে, এমনটা লেখা নেই কোথাও। বরং সামনের জনের জন্য জীবন আরও দুর্বিসহ হয়ে উঠতে পারে। সম্পর্কে জোর খাটানো, সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার প্রবণতা রয়েছে কিছু মানুষের। এঁদের সঙ্গে একছাদের নীচে থাকতে গেলে সমস্যা বাধে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ধরনের মানুষের সঙ্গে থাকতে গেলে পদে পদে ছোট হতে হয় নিজেকে। হীনম্মন্যতা গ্রাস করে আমাদের। অনেক সময় তা নিজে থেকে বুঝতেও পারি না আমরা। কিন্তু সামনের জন যে জোর খাটাচ্ছেন, দমিয়ে রাখার চেষ্টা করছেন, তো বোঝা সম্ভব কিছু লক্ষণ দেখে।
সম্পর্কে ঠোকাঠুকি লাগা একেবারে স্বাভাবিক। কিন্তু তার জন্য সামনের জন যদি সবসময় আপনাকেই দোষারোপ করতে থাকেন, সবকিছুর দায় আপনার ঘাড়েই চাপিয়ে দেন এবং তাতে যদি অপরাধ বোধ গ্রাস করতে থাকে আপনাকে, বুঝবেন, সামনের জনের সঙ্গে জীবন কাটানোর ক্ষেত্রে দ্বিতীয় ভাবনার প্রয়োজন রয়েছে আপনার।
নিজেকে নিয়ে স্পষ্ট ধারণা রয়েছে আপনার, নিজের অবস্থান নিয়ে কোথাও কোনও ধন্দ নেই। কিন্তু সামনের জন যদি লাগাতার কটাক্ষ করতে থাকেন, নিজেকেই প্রশ্ন করতে বাধ্য হই আমরা। নিজেকে নিয়েই সন্দেহ জাগে। এক্ষেত্রেও ভাবনা-চিন্তার প্রয়োজন রয়েছে।
দোষ-গুণ মিলিয়েই মানুষ। কাউকে ভালবাসলে তাঁর সবটুকুকেই গ্রহণ করি আমরা। কিন্তু সামনের জন যদি সবেতেই আপনার দোষ দেখতে পান, সারাক্ষণ খুঁত ধরতে থাকেন, সেই সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
শুধু আপনার জীবনধারণের উপরই নয়, আপনার চিন্তাভাবনার উপরও যদি জোর খাটান কেউ, নিজের ভাবনার সঙ্গে একমত হতে বাধ্য করতে থাকেন, সতর্ক হোন। এক্ষেত্রে এই হয়ত ভালবাসায় আপনাকে ভরিয়ে দিচ্ছেন তিনি, পর মুহূর্তেই আপনার খুঁতগুলি তুলে ধরছেন এবং ভাবতে বাধ্য করছেন যে আপনি ভুল, তিনিই ঠিক। অহরহ এমন মুহূর্তের সাক্ষী হই আমরা।
সম্পর্কে অধিকার বোধ জন্মায় বইকি! কিন্তু কাউকে ভালবাসলে, তাঁকে হুমকি দেওয়া বা ভয় দেখানো যায় না। এই হুমকি বা ভয় দেখানোর কোনও বাঁধাধরা গতি নয়, শারীরিক ভাবে আঘাত হতে পারে, মনোবল একেবারে ভেঙে দেওয়া হতে পারে আবার সমাজের চোখে আপনাকে নামিয়ে আনাও হতে পারে।
জীবনে হাতে হাত রাখার মানুষকে যেমন প্রয়োজন, তেমনই বন্ধুবান্ধব, পরিবার-পরিজনকেও পাশে পেতে চাই আমরা। কিন্তু আপনার সঙ্গী যদি চান আপনার কোনও বন্ধু না থাকুক, বাইরে আর কারও সঙ্গে না মিশুন আপনি, তার প্রভাব পড়ে মনের উপরও। সমাজ থেকে নিজেকে দূরে বলে মনে হয়। নিজের সুখ-দুঃখ জানানোর মতোও কেউ থাকেন না।
একসঙ্গে থাকতে গেলে ঝগড়া-ঝামেলা হতেই পারে। তাই বলে সামনের মানুষটির থেকে মুখ ফিরিয়ে নেওয়া যায় না একেবারে। বিপদে আপদে পরস্পরের পাশে থাকা, সাহস জোগানো থেকে মনের দিক থেকে সামলে উঠতে সাহায্য করাই যায়। কিন্তু আপনি সমস্যায় রয়েছেন জেনেও যদি সামনের জন নির্লিপ্ত থাকেন, বিশেষ কিছু যায় না আসে তাঁর, সতর্ক হওয়া প্রয়োজন।
সম্পর্ক তৈরি হয় দু’জন ব্যক্তিকে নিয়ে। পরস্পরের মতামত, পছন্দ-অপছ্ন্দ সমান গুরুত্ব পায়। কিন্তু একজন যদি শুধু নিজের ইচ্ছা চাপিয়ে যান, সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখেন, সেই সম্পর্ক নিয়ে দ্বিতীয় ভাবনার প্রয়োজন রয়েছে। ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -