OTT Releases : গদর ২-সহ এক ঝাঁক ছবি এবার OTTতে, দেখা যাচ্ছে কবে থেকে কোথায় ?
অক্ষয়কুমার অভিনীত 'ওমআইগড ২' ছবিটি ইতিমধ্যে বক্সঅফিসে রীতিমত হিট। এবার ওটিটি-তেও দেখা যাচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'লোকি সিজন ২' এবার থেকে দেখতে পাওয়া যাবে ওটিটি প্ল্যাটফর্মে। সিরিজটিতে টমের সহ অভিনেতা ওয়েন উইলসন এবং সোফিয়া ডিমার্টিনোর প্রত্যাবর্তন নিয়ে দেখানো হয়েছে।
৬ অক্টোবর থেকে Disney + Hotstar এ স্ট্রিমিং দেখা যাচ্ছে 'লোকি সিজন ২ ।'
সানি দেওল এবং আমিশা অভিনীত 'গদর ২' ইতিমধ্য়েই বক্সঅফিসে বড়সড় হিট করেছে। এমনকি শাহরুখের পাঠানের সঙ্গে সমানসমানে পাল্লা দিয়েছে এই ছবি।
এবার ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাচ্ছে 'গদর ২।' ৬ অক্টোবার থেকে Zee 5 ওটিটি প্ল্যাটফর্মে দেখা মিলছে এই ছবির।
'ওমআইগড ২ ' ছবিতে অক্ষয়কুমার ছাড়াও পঙ্কজ ত্রিপাঠি এবং ইয়ামি গৌতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ৮ অক্টোবর নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে।
বিশাল ভরদ্বাজ পরিচালিত স্পাই থ্রিলার ফিল্ম 'খুফিয়া।' এখানে অভিনয় করছেন টাবু, আলি ফজল, আশিস বিদ্যার্থী এবং ওয়ামিকা গাব্বি।
'খুফিয়া' মূলত অমর ভূষণের লেখা Excape to Nowhere একটি সত্য ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। এই সিরিজটি ৫ অক্টোবর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে।
'মুম্বই ডায়েরি' হল একটি মেডিক্যাল ইস্যু নিয়ে তৈরি স্টোরি।যা মূলত জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত প্রথম সারির যোদ্ধাদের নানা শেড নিয়ে তৈরি হয়েছে এই সিজন।
'মুম্বই ডায়েরি' সিরিজটি এবার ৬ অক্টোবর থেকে অ্যামাজন প্রাইম ভিডিও-তেও স্ট্রিমিং হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -