Paka Dekha Dubbing: ডাবিং শুরু 'পাকা দেখা' ছবির, ক্যামেরাবন্দি সোহম-সুস্মিতা
শুরু হল সোহম চক্রবর্তী ও সুস্মিতা চট্টোপাধ্যায় অভিনীত 'পাকা দেখা' ছবির ডাবিং। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রেমেন্দু বিকাশ চাকি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'পাকা দেখা' ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত।
ডাবিং চলাকালীন ক্যামেরাবন্দি হলেন ছবির দুই মূল চরিত্র জয় ও তিয়াশা, অর্থাৎ সোহম ও সুস্মিতা।
গত ১৯ নভেম্বর, শুরু হয়েছে ছবির শ্যুটিং। সোহম চক্রবর্তী ও শুভমের পরিবেশনায় মুক্তি পাবে এই নতুন ছবি।
ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, সুমন্ত মুখোপাধ্যায়, দোলন রায় ও দীপঙ্কর দে।
দুই পরিবারের 'পাকা দেখা' নিয়ে গড়ে উঠবে গল্প। এই দুই পরিবারের মুখ্য দুই সদস্য জয় ও তিয়াশা।
জয় ও তিয়াশার জীবনধারণের পদ্ধতিও খানিক আলাদা। ব্যাঙ্কের কর্মচারী জয়। ব্যাঙ্কে চাকরি করলেও তাঁর দৈনন্দিন জীবন একেবারে ঘড়ির কাঁটা মেনে চলে।
অন্যদিকে আই টি সেক্টরে কাজ করে তিয়াশা। অফিসের প্রবল কাজের চাপে জীবনের কোনওকিছুই সময় মতো সামাল দিতে পারে না সে। অফিসপাড়াতেই জয়ের সঙ্গে তিয়াশার আলাপ।
এবার তিয়াশার বাবা চান যে তাঁর মেয়ের বিয়ে হোক, তাও জয়ের সঙ্গেই। সেই সূত্রেই শুরু হয় দুই পরিবারের 'পাকা দেখা'।
ছবিতে সঙ্গীত পরিতচালনার দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।
ছবিটির প্রযোজনা করছে 'সোহমস এন্টারটেনমেন্ট' ও 'সোনম মুভিস'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -