Palan: ১৯৮২ থেকে ২০২২, 'পালান' থেকে 'খারিজ', কতটা বদলাল চরিত্ররা?
ছবির ঘোষণা হয়েছিল আগেই। আগামী বছর চিত্রপরিচালক মৃণাল সেনের জন্মের সার্ধশতবর্ষ। তার আগেই এই কিংবদন্তির জীবন নিয়ে ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসর্বপ্রথম অবশ্য এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন মৃণাল-পুত্র কুণাল সেন। আর ছবির নাম আর চরিত্রদের ফাস্ট লুক প্রকাশ করলেন পরিচালক।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত নতুন ছবির নাম 'পালান'। ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল মৃণাল সেন পরিচালিত ছবি 'খারিজ'।
সেই ছবির একাধিক চরিত্রকেই নতুন মোড়কে ফিরিয়ে আনতে চলেছেন কৌশিক। পোস্টারও করা হয়েছে 'খারিজ' ছবির আদলে।
কৌশিকের 'পালান'-এ অভিনয় করবেন অঞ্জন দত্ত, শ্রীলা মজুমদার ও মমতা শঙ্কর। (Anjan Dutt, Sreela Majumdar and Mamata Shankar)। তাঁরা ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও পাওলি দামকে (Paoli Dam)।
১৯৮২ সালে মুক্তি পাওয়া মৃণাল সেনের 'খারিজ' ছবিতে 'হরি'-র ভূমিকায় অভিনয় করেছিলেন দেবপ্রীতম দাশগুপ্ত (Debapratim Dasgupta)। কৌশিকের এই নতুন ছবিতে দেবপ্রীতমকেও নতুনভাবে পাবেন দর্শক।
ছবিটির প্রযোজনা করছে 'প্রমোদ ফিল্মস অ্যান্ড বিগ ডে' (Pramod Films & The Big Day) প্রযোজনা সংস্থা। কলকাতার একটি বাড়িতে বাস করা বিভিন্ন চরিত্রদের নিয়ে মৃণাল সেন তৈরি করেছিলেন 'খারিজ'।
তাঁর জন্ম শতবার্ষিকীতে 'পালান'-এর হাত ধরে সেই চরিত্রদেরই ফিরিয়ে আনছেন কৌশিক। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত নতুন ছবি 'পালান'।
কেবল চরিত্ররা নয়, তাঁদের লুকও প্রকাশ্যে আনা হয়েছে। চোখে চশমা, কাঁচা পাকা দাড়ি আর বিভ্রান্ত চাহনিতে অঞ্জন দত্ত মনে করাচ্ছেন 'খারিজ'-এর চরিত্রকেই।
সাদামাটা লুকে দেখা গেল মমতা শঙ্করকে। তাঁতের শাড়ি, মাথায় ঘোমটা এবং কপালের টিপের মধ্যে অমিল হয়নি একটুও। ১৯৮২ থেকে ২০২২। কেবল মুখে বয়সের ছাপ আর চশমা ছাড়া অবিকল যেন 'খারিজ'-এর চরিত্রই। পাওলি আর যীশুর লুকও যথেষ্ট সাদামাটা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -