Nikhat Zareen Won Gold: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনার মেয়ে জারিন
বৃহস্পতিবার ইস্তাম্বুলে মহিলাদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফ্লাইওয়েট (৫২ কেজি) বিভাগের একতরফা ফাইনালে থাইল্যান্ডের জিতপং জুতামাসকে ৫-০ ব্যবধানে হারিয়ে ভারতীয় বক্সার নিখাত জারিন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতেলেঙ্গানার নিখাত গোটা টুর্নামেন্টেই নিজের আধিপত্য বজায় রেখেছিলেন। থাইল্যান্ডের খেলোয়াড়কে নিখাত ৩০-২৭, ২৯-২৮, ২৯-২৮, ৩০-২৭, ২৯-২৮-এ হারিয়ে দেন।
২০১৯ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী নিখাত ভারতের পঞ্চম মহিলা বক্সার হিসেবে বিশ্বচ্যাম্পিয়নশিপে খেতাব জিতলেন।
প্রথম রাউন্ড সহজেই জিতলেও, দ্বিতীয় রাউন্ডেই প্রত্যাবর্তন করেছিলেন থাইল্যান্ডের বক্সার। ফাইনাল রাউন্ডে শক্তিশালী পাঞ্চে প্রতিপক্ষকে পরাস্ত করেন নিখাত।
বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে চার বছরে প্রথমবার সোনা জয় ভারতের। এর আগে শেষবার ২০১৮ সালে মেরি কম সোনা জিতেছিলেন।
এর আগে সেমিফাইনালে তিনি ব্রাজিলের ক্যারোলিন ডে আলমেইডাকে ৫-০ ফলে হারিয়ে দিয়েছেন।
ইস্তাম্বুলে এই বক্সিং চ্যাম্পিয়নশিপে মোট ১টি সোনা, ২টো ব্রোঞ্জ জিতেছে ভারত। তবে নিখাত ফাইনালে উঠলেও, সেমিফাইনালে হেরে গিয়ে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতের অপর দুই বক্সার মণীষা মৌন ও পারভিন হুডাকে।
বিজয়ী ঘোষণার পর জারিন তাঁর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। তিনি আনন্দে লাফিয়ে উঠেছিলেন। নিজের চোখের জলও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ২০১৯ সালে এই থাই প্রতিযোগিকেই থাইল্যান্ড ওপেনে হারিয়েছিলেন জারিন।
এখনও পর্যন্ত মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের সেরা ফল ২০০৬ সালে। সেবার ভারত চারটি সোনা, একটি রুপো ও তিনটি ব্রোঞ্জ পেয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -