Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Pankaj at Kolkata: ভিক্টোরিয়ার সামনে জমিয়ে ফুচকা, পঙ্কজ বললেন, 'সৃজিতের শহরে আমায় আসতেই হত'
কলকাতার ফুচকা, ভিক্টোরিয়ার সামনে মেঘমাখা রোদ... সাদা কুর্তা, বিস্কুট রঙের প্যান্টে তিলোত্তমার রঙ মাখছেন এক অতিথি। তাঁর পাশে নীল পাঞ্জাবিকে দাঁড়িয়ে যিনি, তিনি এই শহরেরই মানুষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতার অতিথিকে নিজেই নিজের শহর ঘুরে দেখাতে ব্যস্ত তিনি। শুধু কা শহর ঘুরে দেখানো? রাস্তায় দাঁড়িয়ে চাখা হল ফুচকাও।
জনতার ইতিউতি ভিড় আর সুরক্ষা বলয় না থাকলে যে কেউ ভুল করতেন সাধারণ মানুষ ভেবে। কেউ কল্পনাও করতেন না, শহরের রাস্তায় দাঁড়িয়ে ফুচকায় কামড় বসাচ্ছেন মুম্বইয়ের তাবড় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) আর পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)।
আজ নতুন ছবি শেরদিল (Sherdil)-এর প্রচারে শহরে এসেছিলেন পঙ্কজ ত্রিপাঠি। মুম্বইয়ের এই অভিনেতা প্রথম কাজ করলেন সৃজিত। আর সেই পরিচালকের হাত ধরেই ঘুরে দেখলেন শহর কলকাতা। 'শেরদিল: দ্য পিলিভিট সাগা'র (Sherdil: The Pilibhit Saga) মুক্তি পাবে চলতি বছরের ২৪ জুন।
ছবি প্রসঙ্গে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেন, 'বহু বছর ধরে শেরদিল: দ্য পিলিভিট সাগা আমার স্বপ্নের প্রজেক্ট হয়ে রয়েছে। আমি ২০১৭ সালে বাস্তব জীবনের ঘটনাগুলি পড়ার পরে, সঙ্গে সঙ্গে গল্পটি লিখেছিলাম এবং রেজিস্টার করিয়ে রেখেছিলাম এবং এটি বহুদিন ধরে ছবিটি তৈরি করতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত ৫ বছর পর স্বপ্ন পূরণ হচ্ছে। আপনাদের জন্য বড়পর্দায় নিয়ে আসতে চলেছি গঙ্গারামকে।'
আর পঙ্কজ? কলকাতায় পা রেখে অভিনেতা বললেন, 'কলকাতায় শেরদিল -এর প্রচারে আসতে পেরে আমি খুশি। সত্যিই কলকাতা সিটি অফ জয়।'
পঙ্কজ আরও বলছেন, 'কলকাতা শহরটা সবসময় আমার কাছে খুব কাছের। আর পরিচালক সৃজিত মুখোপাধ্যায় যখন এই কলকাতারই মানুষ, তখন আমায় তো এই শহরে আসতেই হত। আশা করি মানুষ আমার গঙ্গারাম চরিত্রকে ভালোবাসবে।'
এই ছবিতে গান লিখেছেন গুলজার। তাঁর রচনায় কণ্ঠ দিয়েছেন সদ্য প্রয়াত কে কে। সেই রেকর্ডিংয়েরও ভিডিও পোস্ট করেন সৃজিত মুখোপাধ্যায়।
নগরায়ণ, মানুষ-প্রাণী বিবাদ এবং দারিদ্রের বিরূপ প্রভাব সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ গল্প নিয়ে আসছেন সৃজিত মুখোপাধ্যায় যা বনাঞ্চলে বসবাসকারী একটি গ্রামের একটি উদ্ভট রীতির কথা তুল ধরবে।
সদ্য মুক্তি পাওয়া ট্রেলারে দেখা গঙ্গরামের গল্প। এই চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি। গঙ্গারাম তাঁর গ্রামের কুখ্যাত নিয়ম মেনে নেয় এবং গ্রামের পরিবারগুলি যাতে সরকারি প্রকল্পের অর্থ থেকে উপকৃত হয় সেই কারণে নিজের জীবন ত্যাগ করতে রাজি হয়ে যায়। কীভাবে প্রাণ ত্যাগ করবে সে? বাঘের আক্রমণের শিকার হয়ে। নিজের পরিবারকে সে বোঝায় যে বাঘের সামনে শিকার হয়ে সে আত্মহূতি দেবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -