Pankaj Tripathi Birthday: ওটিটি থেকে সিলভার স্ক্রিন, বারবার দর্শকদের মুগ্ধ করেছেন পঙ্কজ ত্রিপাঠী
Pankaj Tripathi: চরিত্রের ডার্ক শেড থেকে অন্য মাত্রার কমেডি- সবেতেই সাবলীল পঙ্কজ ত্রিপাঠী। একঝলকে দেখে নিন অভিনেতার সেরা কিছু পারফরম্যান্স।
পঙ্কজ ত্রিপাঠী
1/10
সিনেমা থেকে ওয়েব সিরিজ সব মাধ্যমেই সাবলীল পঙ্কজ ত্রিপাঠী। চরিত্রের ডার্ক শেড হোক কিংবা কমেডি- পঙ্কজ ত্রিপাঠী স্ক্রিনে থাকা মানেই চমক।
2/10
অভিনেতার জন্মদিনে তাই ফিরে দেখা যাক তাঁর বিখ্যাত কিছু চরিত্র। কারণ নিজের আসল নামের পাশাপাশি চরিত্রের নামেও জনপ্রিয় বলিউডের এই অভিনেতা।
3/10
২০১২ সালে 'রান' ছবিতে বলিউডে ডেবিউ করেছিলেন পঙ্কজ ত্রিপাঠী। তবে 'গ্যাংস অফ ওয়াসিপুর' ছবি থেকে জনপ্রিয়তা পেতে শুরু করেছিলেন তিনি।
4/10
ওটিটি মাধ্যমের জনপ্রিয় নাম পঙ্কজ ত্রিপাঠী। একাধিক ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। তবে 'মির্জাপুর' সিরিজের 'কালিন ভাইয়া' চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় দর্শকদের মনে থাকবে বহুদিন।
5/10
'ক্রিমিনাল জাস্টিস' ওয়েব সিরিজেও আইনজীবীর চরিত্রে দেখা গিয়েছে পঙ্কজ ত্রিপাঠীকে। প্রথম দুই সিজনের নজর কেড়েছিলেন অভিনেতা। তবে তৃতীয় সিজনে আরও জনপ্রিয় হয়েছেন তিনি।
6/10
হালফিলের সাড়া জাগানো ছবি কবীর খান পরিচালিত '৮৩'। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই সিনেমা। কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। তবে তার সঙ্গেই পাল্লা দিয়েছিলেন পঙ্কজ ত্রিপাঠী।
7/10
ভারতে যেসব ওয়েব সিরিজ লঞ্চ হয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় সেক্রেড গেমস। এই ওয়েব সিরিজেও পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের।
8/10
কয়েক মাস আগে রিলিজ হওয়া 'মিমি' ছবিতেও একদম অন্য ধরনের চরিত্রে দেখা গিয়েছে পঙ্কজ ত্রিপাঠীকে। তাঁর অভিনয় ভাল লেগেছে সকলেরই।
9/10
কমেডি চরিত্রেও বরাবর স্ক্রিনে নজর কেড়েছেন পঙ্কজ ত্রিপাঠী। 'স্ত্রী' ছবিতে তাঁর চরিত্র সত্যিই হাসি ফোটাবে আপনার মুখে। সম্প্রতি 'শেরদিল' ছবিতে তাঁর অভিনয়ও মুগ্ধ করেছে দর্শকদের।
10/10
পরিচালক অনুরাগ বসুর 'লুডো' ছবিতেও নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন পঙ্কজ ত্রিপাঠী।
Published at : 05 Sep 2022 08:53 AM (IST)