Pankaj Udhas Last Rites: গান স্যালুটে বিদায়, পঙ্কজ উধাসের শেষকৃত্যে হাজির সঙ্গীত ও সিনে দুনিয়ার তারকারা
গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রখ্যাত গজল গায়ক পঙ্কজ উধাস। পদ্মসম্মানপ্রাপ্ত বর্ষীয়ান গায়কের মৃত্যুর খবর জানিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে তাঁর পরিবার। আজ ছিল তাঁর শেষকৃত্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন শিল্পীকে শেষ শ্রদ্ধা হাজির হয়েছিলেন সঙ্গীত জগতের একাধিক তারকা। বিশাল ভরদ্বাজ, রেখা ভরদ্বাজ, শান, সোনু নিগম, পাপন থেকে শুরু করে একাধিক মানুষ এসেছিলেন এদিন।
মুম্বইয়ে তাঁর বাসস্থানের বাইরে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয় মুম্বই পুলিশের তরফে।
শুধু সঙ্গীত শিল্পীরাই নন, এদিন শ্রদ্ধা জানাতে হাজির হন অভিনেত্রী বিদ্যা বালান থেকে শুরু করে ক্রিকেট তারকা সুনীল গাওয়াস্কর পর্যন্ত অনেকেই।
২৬ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সকাল ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্রের খবর, বেশ কয়েক মাস আগে তাঁর ক্যানসার ধরা পড়েছিল, তখন থেকেই কারও সঙ্গে দেখা করছিলেন না তিনি।
গজলের দুনিয়ায় কিংবদন্তী নাম পঙ্কজ উধাস। চার দশকেরও বেশি সময় ধরে তাঁর কণ্ঠে বুঁদ হয়েছেন শ্রোতারা।
১৯৫১ সালের ১৭ মে গুজরাতের জেতপুরে তাঁর জন্ম। সঙ্গীতানুরাগী পরিবারের পৃষ্ঠপোষকতায় খুব অল্প বয়সেই তাঁর গানে হাতেখড়ি হয়েছিল।
তাঁর দাদা মানহার উধাস সেইসময়েই বলিউডে পরিচিত প্লেব্যাক সিঙ্গার। তাঁর পথ ধরেই এগিয়ে নিজেকে কিংবদন্তীর পর্যায়ে নিয়ে গিয়েছিলেন শিল্পী।
কেরিয়ায়ের একেবারে গোড়ার দিকে একাধিক হিন্দি চলচ্চিত্রে গান গেয়েছেন তিনি। ভারতীয় পপ ঘরানায় তাঁর কণ্ঠ মুগ্ধ করেছে অসংখ্য শ্রোতাকে। যদিও তাঁর সিংহাসন ছিল গজলের দুনিয়ায়।
গজলের ধারাকে সঙ্গীতদুনিয়ার মূলস্রোতে আনার পিছনে যে হাতেগোনা কয়েকজন রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম পঙ্কজ উধাস। ১৯৮৬ সালে 'Naam'-এ 'চিঠ্ঠি আয়ি হ্যায়' কিংবা 'আ গলে লাগ যা'--তাঁর সুরেলা কণ্ঠে ধীরে ধীরে ঘরে ঘরে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -