Shibpur: শ্যুটিং শুরু করলেন পরমব্রত-নীল, আসছে অরিন্দম ভট্টাচার্যের 'শিবপুর'
Shibpur Shooting: পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়, সুজন নীল মুখোপাধ্যায় ও রাজদীপ সরকারকে দেখা যাবে এই ছবিতে।
শুরু শ্যুটিং
1/11
শ্যুটিং শুরু করলেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য। তাঁর আগামী ছবির নাম 'শিবপুর'।
2/11
ছবিতে একগুচ্ছ তারকা অভিনেতা-অভিনেত্রীদের দেখা মিলবে। পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়, সুজন নীল মুখোপাধ্যায় ও রাজদীপ সরকারকে দেখা যাবে এই ছবিতে।
3/11
পরমব্রত ও নীলের বেশ কিছু দৃশ্যের শ্যুটিং সারা হয়েছে। ছবি এল প্রকাশ্যে।
4/11
এই ছবিটি ডার্ক পলিটিক্যাল থ্রিলার ঘরানার। মুক্তি পাওয়ার কথা চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে।
5/11
গল্প শুরু হয় যখন প্রথম সারির সংবাদ সংস্থার এক পলিটিক্যাল সাংবাদিক একজন মহিলা সম্পর্কে দুর্দান্ত একটা খবর আবিষ্কার করে।
6/11
একজন সাধারণ বাড়ির গৃহবধূ থেকে মাফিয়া গ্যাংয়ের লিডার হয়ে ওঠার গল্পের প্রতি আগ্রহী হন ওই সাংবাদিক।
7/11
শুধু তাই নয়। ৮০-র দশকে শিবপুরে তিনি দাপিয়ে বেরিয়েছেন। কিন্তু ৯০-র দশকে তিনি হঠাৎ বেপাত্তা হয়ে যান। তাঁর আর খোঁজ মেলেনি।
8/11
এরপর এলাকা মারপিট-হানাহানিতে রক্তাক্ত হয়ে ওঠে। সেই সময়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিস্থিতি সামাল দেয় সুলতান আহমেদ নামের এক আইপিএস অফিসার।
9/11
সরকার নির্দেশ দেয় ওই মহিলাকে খুঁজে বার করার, যাতে এই ত্রাসের রাজত্ব শেষ হয়। কিন্তু পৃথিবীর বুক থেকে যেন একপ্রকার গায়েবই হয়ে যান ওই মহিলা।
10/11
কী পরিণতি হল ওই মহিলার? তাঁকে কি তাঁর বিরোধী দলের লোকজন মেরে ফেলে? নাকি তাঁর হারিয়ে যাওয়ার পিছনে রয়েছে অন্য কোনও রাজনৈতিক চাল?
11/11
এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে সন্দীপ সরকার ও অজন্তা সিনহা রায় প্রযোজিত এই থ্রিলারে।
Published at : 27 Jul 2022 02:11 PM (IST)