Film Trailer Launch: ভুল নম্বর থেকে ফোন! বদলে গেল পরাণ বন্দ্যোপাধ্যায়ের জীবন, প্রকাশ্যে 'বেলাইন' ট্রেলার
ভুল নম্বরে ফোন করে সমস্যায় পড়লেন পরাণ বন্দ্যোপাধ্যায়! এমনই এক গল্প নিয়ে তৈরি ছবি 'বেলাইন' মুক্তি পাচ্ছে ২৯ মার্চ। মুক্তি পেল ছবির ট্রেলার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appষাটোর্ধ্ব এক বৃদ্ধ। চাকরি জীবন শেষ হওয়ার পর অফুরন্ত অবসর। কাজ বলতে টিভি দেখা, খাওয়া দাওয়া, ঘুম। এই সাদামাটা জীবনই একদিন ১৮০ ডিগ্রি ঘুরে গেল।
ঘুরিয়ে দিল একটা রং নম্বর থেকে ফোন বা বলা চলে ভুল ফোন। অচেনা এক যুবতীর ফোন পান বৃদ্ধ। আলাপ নেই দু’জনের।
কিন্তু ফোনের মাধ্যমে সেই যুবতীর জীবনে প্রবেশ করেন বৃদ্ধ। কীভাবে তা সম্ভব হল? এরপর কোন দিকে মোড় নেয় গল্প?
এই সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে পরিচালক শমীক রায়চৌধুরীর ছবি ‘বেলাইন’। রহস্যে মোড়া এই গল্পে বৃদ্ধের ভূমিকায় অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। যুবতীর চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়া ভট্টাচার্য।
শ্রেয়াকে এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'জ্যেষ্ঠপুত্র' ও সম্প্রতি 'কেমিস্ট্রি মাসি'-তে দেখতে পাওয়া গেছে। ছবিতে শ্রেয়া লিভ-ইন রিলেশনশিপে আছে অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে।
তথাগত এখন টেলিভিশনের পরিচিত মুখ। গল্প অনুসারে শ্রেয়া ও তথাগতর সম্পর্ক মোটেই ভাল নয়। সমস্যায় জর্জরিত।
ফোনের মাধ্যমে কীভাবে ওই দুই ছেলেমেয়ের সমস্যায় জড়িয়ে পড়েন বৃদ্ধ তাও জানা যাবে 'বেলাইন' ছবিতে। ছবিটি প্রযোজনা করেছেন হরিত রত্ন।
ট্রেলার মুক্তির দিন ছবির সমস্ত কলাকুশলী উপস্থিত ছিলেন। পরিচালক শমীক রায়চৌধুরীর কথায়, 'ছবিটি আসলে দুটো ঘরের গল্প। এই দুই ঘরের গল্পের পরতে পরতে আছে চমক।'
গল্পের শেষে মিলবে সমস্ত চমকের উত্তর। পরিচালকের কথায়, 'ছবিটা আশা করি সবার ভাল লাগবে। অনুরোধ করব প্রেক্ষাগৃহে দেখতে ছবিটি।' ছবি মুক্তি পাচ্ছে ২৯ মার্চ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -