Film Trailer Launch: ভুল নম্বর থেকে ফোন! বদলে গেল পরাণ বন্দ্যোপাধ্যায়ের জীবন, প্রকাশ্যে 'বেলাইন' ট্রেলার

Beline Trailer Out: শমীক রায়চৌধুরীর পরিচালনায় তৈরি ছবি ‘বেলাইন’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ২৯ মার্চ। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় ও শ্রেয়া ভট্টাচার্য।

প্রকাশ্যে 'বেলাইন' ট্রেলার

1/10
ভুল নম্বরে ফোন করে সমস্যায় পড়লেন পরাণ বন্দ্যোপাধ্যায়! এমনই এক গল্প নিয়ে তৈরি ছবি 'বেলাইন' মুক্তি পাচ্ছে ২৯ মার্চ। মুক্তি পেল ছবির ট্রেলার।
2/10
ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। চাকরি জীবন শেষ হওয়ার পর অফুরন্ত অবসর। কাজ বলতে টিভি দেখা, খাওয়া দাওয়া, ঘুম। এই সাদামাটা জীবনই একদিন ১৮০ ডিগ্রি ঘুরে গেল।
3/10
ঘুরিয়ে দিল একটা রং নম্বর থেকে ফোন বা বলা চলে ভুল ফোন। অচেনা এক যুবতীর ফোন পান বৃদ্ধ। আলাপ নেই দু’জনের।
4/10
কিন্তু ফোনের মাধ্যমে সেই যুবতীর জীবনে প্রবেশ করেন বৃদ্ধ। কীভাবে তা সম্ভব হল? এরপর কোন দিকে মোড় নেয় গল্প?
5/10
এই সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে পরিচালক শমীক রায়চৌধুরীর ছবি ‘বেলাইন’। রহস্যে মোড়া এই গল্পে বৃদ্ধের ভূমিকায় অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। যুবতীর চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়া ভট্টাচার্য। 
6/10
শ্রেয়াকে এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'জ্যেষ্ঠপুত্র' ও সম্প্রতি 'কেমিস্ট্রি মাসি'-তে দেখতে পাওয়া গেছে। ছবিতে শ্রেয়া লিভ-ইন রিলেশনশিপে আছে অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে।
7/10
তথাগত এখন টেলিভিশনের পরিচিত মুখ। গল্প অনুসারে শ্রেয়া ও তথাগতর সম্পর্ক মোটেই ভাল নয়। সমস্যায় জর্জরিত।
8/10
ফোনের মাধ্যমে কীভাবে ওই দুই ছেলেমেয়ের সমস্যায় জড়িয়ে পড়েন বৃদ্ধ তাও জানা যাবে 'বেলাইন' ছবিতে। ছবিটি প্রযোজনা করেছেন হরিত রত্ন।
9/10
ট্রেলার মুক্তির দিন ছবির সমস্ত কলাকুশলী উপস্থিত ছিলেন। পরিচালক শমীক রায়চৌধুরীর কথায়, 'ছবিটি আসলে দুটো ঘরের গল্প। এই দুই ঘরের গল্পের পরতে পরতে আছে চমক।' 
10/10
গল্পের শেষে মিলবে সমস্ত চমকের উত্তর। পরিচালকের কথায়, 'ছবিটা আশা করি সবার ভাল লাগবে। অনুরোধ করব প্রেক্ষাগৃহে দেখতে ছবিটি।' ছবি মুক্তি পাচ্ছে ২৯ মার্চ।
Sponsored Links by Taboola