Parineeti Chopra: পরনে ঢিলেঢালা শার্ট, পরিণীতি কি অন্তঃসত্ত্বা? বিমানবন্দরে অভিনেত্রীকে দেখে গুঞ্জন!
বিয়ে সেরেছেন বেশ কয়েক মাস আগেই। স্বপ্নের সাত পাক ক্যামেরাবন্দি হয়েছিল। ভাইরাল হয়েছিল পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ের ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার নাকি শোনা যাচ্ছে, তিনি সন্তানসম্ভবা। সত্যিই কি তাই? হঠাৎ এমন গুঞ্জনের কারণ কী?
সম্প্রতি তাঁকে বিমানবন্দরে দেখা গেল সাদা 'ওভারসাইজড' শার্ট পরে, সঙ্গে সাদা শর্টস ও সাদা স্নিকার্স। হাতে ডিজাইনার ব্যাগ।
যে ধরনের পোশাক তিনি বেছে নিয়েছেন, বিশেষত 'লুজ ফিটিং' বা যাকে বলে ঢিলেঢালা শার্ট ও শর্টস দেখেই অনেকের মত তিনি হয়তো সন্তানসম্ভবা।
২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর, অভিনেত্রী গায়িকা পরিণীতি চোপড়া ও 'আপ' নেতা রাঘব চাড্ডার বিয়ে হয়, উদয়পুরে।
স্বাভাবিকভাবেই বিয়েতে বসেছিল চাঁদের হাট। বলিউড তারকা থেকে শুরু করে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব হাজির ছিলেন।
এরপর মঙ্গলবার তাঁকে বিমানবন্দরে দেখে উস্কে উঠেছে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। যদিও এমন কোনও খবর তাঁরা নিজেরা জানাননি।
এই গুঞ্জনের ব্যাপারে অভিনেত্রী নিজেও এখনও মুখ খোলেননি। যদিও এদিন পাপারাৎজিদের পোজ দেন তিনি।
কাজের ক্ষেত্রে পরিণীতি চোপড়া এখন তৈরি হচ্ছেন তাঁর আগামী ছবির মুক্তি নিয়ে। ছবির নাম 'চমকিলা' যা ইমতিয়াজ আলির পরিচালনায় মুক্তি পাবে ১২ এপ্রিল।
অন্যদিকে, অভিনয় ছাড়াও গানেও সমান দক্ষ পরিণীতি। কিছুদিন আগেই প্রথমবার মঞ্চে পারফর্ম করেন তিনি গায়িকা হিসেবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -