Parineeti Chopra: পরনে ঢিলেঢালা শার্ট, পরিণীতি কি অন্তঃসত্ত্বা? বিমানবন্দরে অভিনেত্রীকে দেখে গুঞ্জন!
Parineeti Chopra Update: দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে দাম্পত্য জীবনে পা রেখেছেন গত বছর সেপ্টেম্বর। পরিণীতির সাম্প্রতিক ছবি দেখে এবার অনুরাগীদের অনুমান, শীঘ্রই তাঁদের কোল আলো করে আসতে চলেছে খুদে সদস্য।
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10
বিয়ে সেরেছেন বেশ কয়েক মাস আগেই। স্বপ্নের সাত পাক ক্যামেরাবন্দি হয়েছিল। ভাইরাল হয়েছিল পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়ের ছবি।
2/10
এবার নাকি শোনা যাচ্ছে, তিনি সন্তানসম্ভবা। সত্যিই কি তাই? হঠাৎ এমন গুঞ্জনের কারণ কী?
3/10
সম্প্রতি তাঁকে বিমানবন্দরে দেখা গেল সাদা 'ওভারসাইজড' শার্ট পরে, সঙ্গে সাদা শর্টস ও সাদা স্নিকার্স। হাতে ডিজাইনার ব্যাগ।
4/10
যে ধরনের পোশাক তিনি বেছে নিয়েছেন, বিশেষত 'লুজ ফিটিং' বা যাকে বলে ঢিলেঢালা শার্ট ও শর্টস দেখেই অনেকের মত তিনি হয়তো সন্তানসম্ভবা।
5/10
২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর, অভিনেত্রী গায়িকা পরিণীতি চোপড়া ও 'আপ' নেতা রাঘব চাড্ডার বিয়ে হয়, উদয়পুরে।
6/10
স্বাভাবিকভাবেই বিয়েতে বসেছিল চাঁদের হাট। বলিউড তারকা থেকে শুরু করে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব হাজির ছিলেন।
7/10
এরপর মঙ্গলবার তাঁকে বিমানবন্দরে দেখে উস্কে উঠেছে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। যদিও এমন কোনও খবর তাঁরা নিজেরা জানাননি।
8/10
এই গুঞ্জনের ব্যাপারে অভিনেত্রী নিজেও এখনও মুখ খোলেননি। যদিও এদিন পাপারাৎজিদের পোজ দেন তিনি।
9/10
কাজের ক্ষেত্রে পরিণীতি চোপড়া এখন তৈরি হচ্ছেন তাঁর আগামী ছবির মুক্তি নিয়ে। ছবির নাম 'চমকিলা' যা ইমতিয়াজ আলির পরিচালনায় মুক্তি পাবে ১২ এপ্রিল।
10/10
অন্যদিকে, অভিনয় ছাড়াও গানেও সমান দক্ষ পরিণীতি। কিছুদিন আগেই প্রথমবার মঞ্চে পারফর্ম করেন তিনি গায়িকা হিসেবে।
Published at : 06 Mar 2024 02:43 AM (IST)