Parineeti Chopra Raghav Chadha Post Wedding Pics: বেইজ লহেঙ্গায় নয়নাভিরাম পরিণীতি, আইভরি শেরওয়ানিতে নজরকাড়া রাঘব, দেখুন যুগলের বিয়ের অ্যালবাম

'ব্রেকফাস্ট টেবিলে আমাদের প্রথম দেখা থেকেই মন জানত'...বিয়ের প্রথম ছবি পোস্ট করে এইভাবেই আবেগভরা বার্তা শেয়ার করলেন পরিণীতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সকলেরই অপেক্ষা ছিল, বিয়ের সাজে রাঘব পরিণীতিকে দেখার। কিন্তু তাঁদের ওয়েডিং লুক যাতে প্রকাশ্যে না আসে, তার জন্য অতিরিক্তি সতর্কতা নেওয়া হয়েছিল। তাই বিয়ের পরদিন নববধূই শেয়ার করলেন সাতপাকে বাঁধা পড়ার ছবি।

আপ দলের তরুণ নেতার গলায় মালা দিলেন বলি-অভিনেত্রী পরিণীতি চোপড়া। স্বপ্নের সেই ফ্রেমগুলি নিজেই শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
সঙ্গে ছিল আবেগে ভরা বার্তা। 'এই দিনটার জন্যই তো কতদিনের অপেক্ষা। মিস্টার ও মিসেস হতে পেরে সত্যি ধন্য। '
ভালবাসার বন্ধনে আজীবনের জন্য বাঁধা পড়ে পরিণীতি লিখলেন, 'একে-অপরকে ছেড়ে আর থাকতে পারছিলাম না। আমাদের চিরন্তন পথ চলার শুরু…'
ছবিতে দেখা গেল রাঘবের পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি , মাথায় অফ হোয়াইট রঙা পাগড়ি। গলায় ছিল মুক্তোর মালা। পোশাকের দায়িত্বে ছিলেন পবন সচদেবা। অপূর্ব সজ্জায় চারহাত এক হয় দুজনের।
বলিউডের ডাকসাইটে পোশাক ডিজাইনার মণীশ মলহোত্রর পোশাকে সেজেছিলেন নায়িকা। পরেছিলেন বেইজ লহেঙ্গা। মাথায় লম্বা ভেইল।
কোনওভাবেই যাতে বিয়ের কোনও ছবি প্রকাশ্যে না আসে সেই জন্য উদয়পুরের বিলাসবহুল হোটেলে ছিল কড়া নিরাপত্তা। অবশেষে নিজেই বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -