Parineeti Chopra on Raghav Chaddha: বৈপরীত্যেই ভালবাসা, জন্মদিনে রাঘব আর তাঁর জীবনের সত্যিটা তুলে ধরলেন পরিণীতি
আজ তাঁর প্রিয় মানুষের জন্মদিন। আর পরিণীতি চোপড়া (Parineeti Chopra).. তিনি তো বাস্তবেও নায়িকার মতোই ফিল্মি। সেই কারণেই প্রিয় 'রাগাই' রাঘব চড্ডার (Raghav Chadhdha) জন্মদিন তিনি সাজিয়ে দিলেন মিষ্টি একটি ভিডিও দিয়ে। কী রইল তাতে?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরিণীতি একটি মিষ্টি ভিডিও শেয়ার করে নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে, রাঘব ও পরিণীতির জীবনের বৈপরিত্য। পেশার বৈপরিত্য। তবুও তাঁরা একসঙ্গে কত ভাল রয়েছেন তাই যেন বলা রইল ভিডিওর ছত্রে ছত্রে।
কোথাও দেখা যাচ্ছে, পরিণীতি ব়্যাম্পে হাঁটছেন তো রাঘব হাঁটছেন নির্বাচনের ময়দানে। পরিণীতি ফ্লাইটে বসে বিরক্ত হচ্ছেন তো রাঘব বইয়ের পাতা উল্টোচ্ছেন। কতই না বৈপরিত্য তাঁদের।
পরিণীতি লিখছেন, 'তোমার আমার পাশে থাকা, তোমার সৎ স্বভাব, তোমার হাসি মুখ সবসময়েই আমায় একটা আরও ভাল মানুষ হয়ে উঠতে সাহায্য করে।'
পরিণীতি লিখছেন, 'তোমার পরিণত বোধ, তোমার মানুষের আবেগকে মর্যাদা দেওয়া আমায় ভালবাসা আর সম্মানের মানে শিখিয়েছে'
পরিণীতি লিখছেন, ' আমার আশেপাশের মানুষেরা আমায় এসে বলেন, তোমার মতো জেন্টলম্যান নাকি আর কেই নেই। তারা অন্তত কাউকে দেখেনি'
পরিণীতি লিখছেন, 'আমি খুশি যে ঈশ্বর পৃথিবীর সেরা মানুষগুলির মধ্যে একটা মানুষ আমায় দিয়েছেন যাঁকে আমি নিজের বলতে পারি।'
পরিণীতি লিখছেন, 'আর এই সমস্ত ক্লাসি হাবভাবের মধ্যে, তুমি যে কীভাবে সবচেয়ে বড় জোকার হয়ে উঠতে পারো, হাসাতে পারো, সেটা আমায় অবাক করে দেয়।
পরিণীতি লিখেছেন, 'আমি জানি তোমার এই রিলটা ভীষণ ফিল্মি লাগবে। সবাই একটু রাঘব চড্ডাকে সাহায্য পাঠিও প্লিজ'।
রাঘবও পরিণীতির সঙ্গে আজ ছবি পোস্ট করে নিয়েছেন। সেই ছবি বেনারসের গঙ্গারতির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -