Face Wash Use Side Effects: রোজ ফেস ওয়াশ ব্যবহার করছেন? ত্বকের কী কী ক্ষতি হচ্ছে জানেন?
ছবি সূত্র- পিক্সেলস। ত্বক পরিষ্কার রাখার জন্য প্রায় সকলেই নিয়মিত ফেস ওয়াশ ব্যবহার করেন। কিন্তু প্রতিদিন ত্বকে ফেস ওয়াশ ব্যবহার করলে ত্বকের উপকাররে চেয়ে ক্ষতিই হবে বেশি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি সূত্র- পিক্সেলস। ত্বকে ফেস ওয়াশ যাঁরা বাধ্য হয়ে নিয়মিত ব্যবহার করেন তাঁরা খুব হাল্কা ধরনের ফেস ওয়াশ ব্যবহার করুন। না হলে ত্বক মারাত্মক রুক্ষ হয়ে যাবে।
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকে ফেস ওয়াশ ব্যবহারের ক্ষেত্রে আগাম সতর্কতা নিন। ত্বকের ধরন অনুসারে প্রোডাক্ট বেছে নেওয়া প্রয়োজন।
ছবি সূত্র- পিক্সেলস। আপনার সেনসিটিভ ত্বক হলে আচমকা প্রোডাক্ট পরিবর্তন করবেন না। যে ফেস ওয়াশ সবসময় ব্যবহার করেন সেটাই ব্যবহার করা ভাল।
ছবি সূত্র- পিক্সেলস। ত্বক যদি খুব রুক্ষ এবং শুষ্ক প্রকৃতির হয় তাহলে জেল বেসড ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন।
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের রুক্ষ শুষ্ক ভাব কম সময়ে দূর করতে চাইলে ক্রিম বেসড ফেস ওয়াশও ব্যবহার করা যেতে পারে।
ছবি সূত্র- পিক্সেলস। তবে অতিরিক্ত পরিমাণে ফেস ওয়াশ নিয়মিত ব্যবহার করলে ত্বকের রুক্ষ ভাব বৃদ্ধি পাবে।
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের মধ্যে থাকা রোমকূপের মুখগুলি উন্মুক্ত হয়ে যাবে। ফলে সহজে নোংরা জমে যাবে এবং ব্রনর সমস্যা দেখা যাবে।
ছবি সূত্র- পিক্সেলস। প্রতিদিন ফেস ওয়াশ ব্যবহারের পর অবশ্যই ক্রিম ম্যাসাজ করা জরুরি। এই অভ্যাস না থাকলে আপনার ত্বকের জেল্লা একেবারেই চলে যাবে।
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের রোজ ফেস ওয়াশ ব্যবহার করলে আপনার ত্বকে র্যাশ হতে পারে। অস্বস্তি হতে পারে অন্যান্য অনেক ভাবেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -