Face Wash Use Side Effects: রোজ ফেস ওয়াশ ব্যবহার করছেন? ত্বকের কী কী ক্ষতি হচ্ছে জানেন?

Skin Care: যাঁরা নিয়মিত ত্বকে বাধ্য হয়ে ফেস ওয়াশ ব্যবহার করেন তাঁরা হাল্কা ধরনের জেল বেসড ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন ত্বক ভাল রাখার জন্য।

ছবি সূত্র- পিক্সেলস

1/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বক পরিষ্কার রাখার জন্য প্রায় সকলেই নিয়মিত ফেস ওয়াশ ব্যবহার করেন। কিন্তু প্রতিদিন ত্বকে ফেস ওয়াশ ব্যবহার করলে ত্বকের উপকাররে চেয়ে ক্ষতিই হবে বেশি।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকে ফেস ওয়াশ যাঁরা বাধ্য হয়ে নিয়মিত ব্যবহার করেন তাঁরা খুব হাল্কা ধরনের ফেস ওয়াশ ব্যবহার করুন। না হলে ত্বক মারাত্মক রুক্ষ হয়ে যাবে।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকে ফেস ওয়াশ ব্যবহারের ক্ষেত্রে আগাম সতর্কতা নিন। ত্বকের ধরন অনুসারে প্রোডাক্ট বেছে নেওয়া প্রয়োজন।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। আপনার সেনসিটিভ ত্বক হলে আচমকা প্রোডাক্ট পরিবর্তন করবেন না। যে ফেস ওয়াশ সবসময় ব্যবহার করেন সেটাই ব্যবহার করা ভাল।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বক যদি খুব রুক্ষ এবং শুষ্ক প্রকৃতির হয় তাহলে জেল বেসড ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন।
6/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের রুক্ষ শুষ্ক ভাব কম সময়ে দূর করতে চাইলে ক্রিম বেসড ফেস ওয়াশও ব্যবহার করা যেতে পারে।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। তবে অতিরিক্ত পরিমাণে ফেস ওয়াশ নিয়মিত ব্যবহার করলে ত্বকের রুক্ষ ভাব বৃদ্ধি পাবে।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের মধ্যে থাকা রোমকূপের মুখগুলি উন্মুক্ত হয়ে যাবে। ফলে সহজে নোংরা জমে যাবে এবং ব্রনর সমস্যা দেখা যাবে।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। প্রতিদিন ফেস ওয়াশ ব্যবহারের পর অবশ্যই ক্রিম ম্যাসাজ করা জরুরি। এই অভ্যাস না থাকলে আপনার ত্বকের জেল্লা একেবারেই চলে যাবে।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের রোজ ফেস ওয়াশ ব্যবহার করলে আপনার ত্বকে র‍্যাশ হতে পারে। অস্বস্তি হতে পারে অন্যান্য অনেক ভাবেই।
Sponsored Links by Taboola